২ রানে তিন উইকেট পড়ার সময় যা ঘটেছিল ভারতের ড্রেসিংরুমে
লক্ষ্যটা ছিল খুব ছোট। জয় পেতে ভারতকে করতে হতো মাত্র ২০০ রান। কিন্তু এই রান তাড়া করতে নেমেই চরম দুর্দশা দেখল ভারত। ২ রানের মাথায় তিন উইকেট হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরু হলো রোহিত শর্মাদের। ওই মুহূর্তে ভারতের ড্রেসিংরুমের অবস্থা কেমন ছিল? সেটাই সংবাদমাধ্যমকে জানালেন রবিচন্দ্রন অশ্বিন।
রান তাড়া করতে নেমে শূন্যতেই দুই ওপেনার রোহিত শর্মা ও ইষান কিষানকে হারায় ভারত। এরপর শ্রেয়াস আইয়ারও ফেরেন সাজঘরে। এমন পরিস্থিতিতে ভরসার ঢাল ছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই বিরাট কোহলিও শট মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। কিন্তু এখানেই বড় ভুল করে বসেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ। কারণ, কোহলির সহজ সেই ক্যাচটি ধরতে পারেননি মার্শ। আর জীবন পেয়ে দলকে খাঁদের কিনারা থেকে টেনে তোলেন বিরাট কোহলি। তাঁকে দারুণ সঙ্গ দেন লোকেশ রাহুল।
কিন্তু কোহলির যখন ক্যাচ ওঠে তখন ভারতের ড্রেসিংরুমে কী ঘটেছিল? ভারতীয় সংবাদমাধ্যম স্টার স্পোর্টস তামিলকে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, 'চেন্নাইয়ে খুব গরম ছিল। এই গরমের মধ্যে ৫০ ওভারের ম্যাচ খেলা সত্যি খুব কঠিন। বিশেষ করে যখন তোমার বয়স বাড়বে, তখন সুস্থ হয়ে উঠতে একটু সময় লাগে। ঠিক সেই জন্যই আমি বল করে ওঠার পর ড্রেসিংরুমে আইস প্যাক দিচ্ছিলাম। সেই মুহূর্তে ইশান ফিরে যায়। তারপর আরও দুটো উইকেট। আমরা বেশ চাপেই পড়ে যাই।’
‘তারপর কোহলিও যখন ক্যাচ তুলে দেয়, তখন আমাদের ড্রেসিংরুমের অবস্থা মোটেই ভালো ছিল না। আমরা ভাবছিলাম, কী হচ্ছে এটা। আমি তখন সাজঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল পালিয়ে যাই। সব শেষ হলে কেউ আমাকে ডেকে দিক। যদিও সেই ক্যাচটা নিতে পারেনি মার্শ। তারপর কী হয়ে তা সবার জানা। বিশ্বকাপে আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা কখনো সহজ নয়। পুরো ম্যাচ আমি এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। আমার পা ব্যথা করছে।’
ম্যাচটিতে অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত। এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৯৯ রান তোলে অসিরা। জবাবে ২০১ রান করে ৫২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। দলের জয়ে কোহলি করেন ১১৬ বলে ৮৫ রান। তার সাথে লোকেশ রাহুল করেন ১১৫ বলে ৯৭ রানের ইনিংস।