সাকিব-মিরাজদের সাফল্যে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের সামনে এবার ইংলিশ চ্যালেঞ্জ। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও মূল আসরে জয় পেতে মরিয়া টিম বাংলাদেশ। ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে পেসারদের ছাপিয়ে দাপট দেখিয়েছে স্পিনাররা। সাকিব-মিরাজদের এমন পারফরম্যান্সে প্রশংসায় পঞ্চমুখ স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
আজ সোমবার (৮ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্পিনারদের সাফল্য প্রসঙ্গে হেরাথ বলেন,‘ স্পিনাররা ভালো করেছে। তবে, তাদের দক্ষতার বাইরে বড় বিষয় হলো তারা উইকেটটা বুঝতে পেরেছিল প্রথম ম্যাচে। এরপর তারা পরিস্থিতি বুঝে বল করেছে। আমি নিশ্চিত, ইংল্যান্ডের বিপক্ষে সাকিব ও মিরাজ ভালো বল করবে, কন্ডিশন বুঝে পিচের চরিত্র অনুযায়ী বল করবে।’
প্রথম ম্যাচে দারুণ বল করা দুই স্পিনারকে পূর্ণ নম্বরই দিচ্ছেন হেরাথ, ‘সত্যি বলতে, সাকিব ও মিরাজ ১০-এ ১০ দেব। আগেই যেমন বলেছি, তারা পিচের চরিত্র বুঝে নিজেদের লাইন ও লেন্থ ঠিক করেছে। ফিল্ডিংও আক্রমণাত্মক ছিল। এ কারণে আমি তাদের বোলিংয়ে শতভাগ খুশি।’
হেরাথ আরও বলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
গুঞ্জন রয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে একাদশে দেখা যেতে পারে। আফগানিস্তান ম্যাচে ষষ্ঠ বোলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে বাংলাদেশ। সেই ভাবনা থেকেই একজন বাড়তি বোলার খেলানোর সম্ভাবনা আছে।