নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে দাপুটে শুরু করেছিল নিউজিল্যান্ড। ইংলিশদের হারিয়ে শুধু ২০১৯ বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধ নয় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে কিউইরা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে আধিপত্য বজায় রেখে দ্বিতীয় জয় তুলে নিল ব্ল্যাক ক্যাপসরা।
আজ সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৩ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। ৯৯ রানের জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা।
৩২৩ রানের বড় লক্ষ্যের বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। দলীয় ২১ রানের মাথায় সাজঘরে ফিরেন ওপেনার বিক্রমজিত সিংহ। এরপর ডাউডকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কলিন অ্যাকারম্যান। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৪৩ রানে ডাউডের বিদায়ের পর আর ঘুঁরে দাঁড়াতে পারেনি ডাচরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২২৩ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।
এমন উইকেটে আগে ব্যাটিংয়ের সুযোগটা বেশ ভালো কাজে লাগিয়েছে নিউজিল্যান্ড। শুরুতেই দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং মিলে দারুণ জুটি গড়েন। দলীয় ৬৭ রানে ভ্যান ডার মারউইয়ের গুড লেন্থের বলে টেনে মারতে গিয়ে লং অনে দি লিড এর হাতে ধরা পড়েন কনওয়ে। ৪০ বলে ৩২ রান আসে তার ব্যাট থেকে।
এরপর প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রাচীন রবীন্দ্রকে নিয়ে জুটি গড়েন ইয়ং। এই জুটিতে আসে ৭৭ রান। দলীয় ১৭৭ রানে ভ্যান মিকিরেনের বলে তুলে মারতে গিয়ে মিড অনে দি লিড এর হাতে ধরা পড়েন ইয়ং। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৮০ বলে ৭০ রান।
এরপর ড্যারেল মিচেলকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার কাজটা করেন রবীন্দ্র। যদিও ফিফটি পূরণের পর এই ব্যাটারও বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ১৮৫ রানে তার বিদায়ে তৃতীয় উইকেট হারায় কিউইরা। ৫১ বলে ৫১ করে বাঁহাতি এই ব্যাটার।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। যদিও শেষদিকে লাথামের ব্যাটে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। দলীয় ২৯৩ রানে ৪৬ বলে ৫৩ রান করে বিদায় নেন লাথাম। এরপর শেষদিকে স্যান্টনারের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৩২২ রান দাঁড় করায় ব্ল্যাক ক্যাপসরা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ৩২২/৭ (কনওয়ে ৩২, ইয়ং ৭০, রবীন্দ্র ৫১, মিচেল ৪৮, লাথাম ৫৩,ফিলিপস ৪, চাপম্যান ৫, স্যান্টনার ৩৬, হেনরি ১০; আরিয়ান ১০-২-৬২-২, রায়ান ৭-১-৪১-০, মিকিরেন ৯-০-৫৯-২, মারউই ৯-০-৫৬-২, অ্যাকারম্যান ৪-০-২৮-০, লিড ১০-০-৬৪-১, বিক্রমজিৎ ১-০-৯-০)
নেদারল্যান্ডস : ৪৬.৩ ওভারে ২২৩ (বিক্রমজিত ১২, ডাউড ১৬, অ্যাকারম্যান ৬৯, লিড ১৮, তেজা ২১, এডওয়াডর্স ৩০, সাইব্র্যান্ড ২৯, রিওলফ ১, রায়ান ৮, ডাট ১১, পল ৪; বোল্ট ৮-০-৩৪-০, হেনরি ৮.৩-০-৪০-৩, স্যান্টনার ১০-০-৫৯-৫, ফার্গুসন ৮-০-৩২-০, রবীন্দ্র ১০-০-৪৬-১, ফিলিপস ২-০-১১-০)