এক পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ
বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ে উজ্জীবিত বাংলাদেশ আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মোকাবিলা করবে ইংল্যান্ডকে। ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর পরিবর্তে দলে প্রবেশ করেছেন শেখ মেহেদি হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষিক্ত হচ্ছেন ২৮ বছর বয়সী মেহেদি। ধর্মশালার উইকেটে প্রথম ম্যাচে স্পিনাররা দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একজন বাড়তি স্পিনার তাই দলের শক্তি বাড়াবে।
টসে জিতে সাকিব বলেন, ‘আমাদের লক্ষ্যটা আগের মতোই। জিততে চাই। আশা করি আমাদের পেসাররা ভালো পারফরম্যান্স উপহার দেবে। দলে মেহেদিকে আনা হয়েছে। বোলিংয়ের পাশাপাশি ওর ব্যাটিংও দলকে সাহায্য করবে। আমরা জয়ের জন্য আমাদের সেরাটাই দেব।‘
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। স্বপ্নীল শুরু যাকে বলে। ব্যাটে-বলে দলগত পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানকে হারিয়ে আসরে শুভসূচনা করে বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী, ইংল্যান্ড সেখানে কিছুটা পিছিয়ে।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।