হারের জন্য অনিয়ন্ত্রিত বোলিংকে দুষলেন হাথুরুসিংহে
দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ড বাধা পেরোতে ব্যর্থ বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দেখা গেল হতশ্রী দশা। রান তাড়ায় প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারল না। দলের এমন হারে অনিয়ন্ত্রিত বোলিংকে দুষছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাটাদের প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন ,`আপনি যদি ভালো শুরু না পান, তাহলে এটা চিন্তার বিষয়। আমরা আমাদের টপ অর্ডারদের নিয়ে চিন্তিত। কারণ, প্রতি ম্যাচেই ১০০ রানের আগে কয়েকটি উইকেট হারিয়ে ফেলছি। যা আমাদের বড় ইনিংস খেলার পথে বড় বাধা।‘
বোলারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা ভালো করলেও, আমি ইংল্যান্ডের ব্যাটারদের কৃতিত্ব দিব। আমরা প্রথম ১০ ওভারে আরও নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম। যেটা হয়নি। তবে, শরিফুল দারুণ বোলিং করেছে। সেই ভালো ঠিক জায়গায় বল না করলে ইংল্যান্ডের স্কোর ৪০০ হতে পারত। তবে, তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশ ব্যাটাররা সে কাজটা করতে পারেনি।’
এই ম্যাচের উইকেট চিনতে কি ভুল করেছে বাংলাদেশ? এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করিনা আমরা আগে বোলিং নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আগের দিন বৃষ্টি হয়েছে। তাই আমাদের ধারণা ছিল উইকেটে কিছু আছে। তবে, আমরা ভালো বল করতেই পারিনি। এটাই হচ্ছে মূল সমস্যা। ভালো জায়গায় বল করতে পারলে ব্যাপারটা অন্যরকম হতো।’