নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ভারত-পাকিস্তান ম্যাচ
গত ৫ অক্টেবর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর মাঠে গড়িয়েছে। এবার ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় বিশ্ব। বিভিন্ন দেশ থেকে তো বটেই, ভারতের নানা প্রান্ত থেকেও ঝাঁকে ঝাঁকে সমর্থক আহমেদাবাদে পা রাখবেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ঢেলে সাজানো হয়েছে আহমেদাবাদের নিরাপত্তা ব্যবস্থা।
আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মেগা ম্যাচ। এই ম্যাচ যেমন হাই ভোল্টেজ। তেমনই স্পর্ষকাতরও। কোন রকম সমস্যা যাতে না হয় এই ম্যাচে, সেদিকেই বাড়তি নজর রয়েছে গুজরাট প্রশাসনের।
একটি বৈঠকের পর গুজরাট প্রশাসনের পক্ষ থেকে এমন কড়া নিরাপত্তার কথা জানানো হয়। কোথায় কেমন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, সেই বিষয়েও ধারণা পাওয়া গেছে। জানা গেছে, অন্তত ১১ হাজার কর্মী এই ম্যাচের নিরাপত্তায় যুক্ত থাকবেন।
পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, ‘সাত হাজার পুলিশের সঙ্গে আমরা আরও চার হাজার নিরাপত্তারক্ষীকে স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষা ও সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হবে। এই নিরাপত্তাকর্মীদের বাইরে এনএসজির তিনটি ‘হিট টিম’ এবং একটি ‘অ্যান্টি ড্রোন টিম’ মোতায়েন করব। এ ছাড়া বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণের জন্য আরও নয়টি দলকে আমরা কাজে লাগাব।’
গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন চারজন ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি ইন্সপেক্টর। তাদের সাহায্য করবে ২১ জন ডেপুটি কমিশনার। শহরের সংবেদনশীল জায়গাগুলোর ওপর বিশেষ নজর রাখা হবে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন মূলত নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।