সেঞ্চুরি গাজার ভাইবোনদের উৎসর্গ করলেন রিজওয়ান
শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম রান ডিঙাবে পাকিস্তান, তা শুরুতেই কেউই কল্পনা করেনি। অসম্ভবকে সম্ভব করেছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই ব্যাটারের অপরাজিত ১৩১ রানে ভর দিয়ে লঙ্কানদের দেওয়া ৩৪৪ রানের পাহাড় টপকায় পাকিস্তান। একটা সময় শরীর সায় দিচ্ছিল না। টান খেয়েছেন পেশিতে। বারবার লুটিয়ে পড়ছিলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছিলেন। তবু, হাল ছাড়েননি। মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামের দর্শকরা দেখল রিজওয়ানের বীরত্ব। ১২১ বলে আট চার ও তিন ছক্কায় সাজানো ১৩১ রানের অপরাজিত ইনিংসটি রিজওয়ান উৎসর্গ করেছেন গাজার মানুষদের। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর গাজা।
আজ বুধবার (১১ অক্টোবর) নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রিজওয়ান লেখেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। এই সেঞ্চুরিটা আমার গাজার ভাই বোনদের জন্য।‘
জয়ের কৃতিত্ব একা নিতে নারাজ পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। এক্স অ্যাকাউন্টে রিজওয়ান আরও লেখেন, ‘জয়ের কৃতিত্ব পুরো দলের। বিশেষ করে আব্দুল্লাহ শফিক ও হাসান আলি জয়ের পথ সহজ করেছে। হায়দরাবাদের দর্শকদের আতিথেয়তা ও সমর্থন অসাধারণ।‘