ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ আফগানিস্তানের
ভারতের বিপক্ষে ম্যাচ। স্নায়ুর চাপ সামলে কতটা কি করতে পারবে আফগানিস্তান, সেটিই ছিল দেখার বিষয়। সেই চাপ ভালোভাবে সামলেছে আফগানরা। শঙ্কা কাটিয়ে বিশ্বের অন্যতম সেরা বোলিং বিভাগের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে তারা। আগে ব্যাট করে ৫০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ২৭২ রান করে আফগানরা। ভারতকে ছুঁড়ে দেয় চ্যালেঞ্জিং লক্ষ্য।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (১১ অক্টোবর) মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়ে আসরে শুভসূচনা করে ভারত। অন্যদিকে, বাংলাদেশের কাছে শোচনীয় হারে বিশ্বকাপ শুরু হয় আফগানদের। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ভারতের মোকাবিলা করছে আফগানরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।
শুরুটা বেশ দেখেশুনেই করে আফগানরা। রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৩২ রান। জাদরানকে (২২) আউট করে জুটি ভাঙেন জসপ্রীত বুমরাহ। আরেক ওপেনার গুরবাজ (২১) আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। রহমত শাহকে (১৬) লেগ বিফোরের ফাঁদে ফেলেন শার্দুল ঠাকুর। ৬৩ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান।
সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক শহীদি ও আজমতউল্লাহ ওমরজাই। চতুর্থ উইকেটে দুজনের ১২১ রানের জুটিতে কক্ষপথে ফেরে আফগানরা। ওমরজাইকে ফিরিয়ে জুটি ভাঙেন পান্ডিয়া। পান্ডিয়ার বলে বোল্ড হওয়ার আগে ৬৯ বলে ৬২ রানের ইনিংস খেলেন ওমর। আরেক প্রান্তে শহীদি এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে। কিন্তু, ৮৮ বলে ৮০ রান করে কুলদীপ যাদবের বলে লেগ বিফোর হলে থামে তার ঝলমলে ইনিংসটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। রশিদ খান, মোহাম্মদ নবীদের ছোট ছোট ইনিংসে ভর দিয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২৭২ রানের লড়াকু সংগ্রহ জমা করে আফগানিস্তান। ভারতের পক্ষে ৩৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন বুমরাহ। ৪৩ রানে দুই উইকেট নেন পান্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৫০ ওভারে ২৭২/৮। (গুরবাজ ২১, জাদরান ২২, রহমত ১৬, শহীদি ৮০, ওমর ৬২, নবী ১৯, নাজিব ২, রশিদ ১৬, মুজিব ১০*, নাভিন ৯*; বুমরাহ ১০-০৩৯-৪, সিরাজ ৯-০-৭৬-০, পান্ডিয়া ৭-০-৪৩-২, শার্দুল ৬-০-৩১-১, যাদব ১০-০-৪০-১, জাদেজা ৮-০-৩৮-০)।