দাবার চালে কি নিজেদের প্রস্তুত করছেন সাকিব-মিরাজ?
ক্রিকেট মাঠের খেলা। বাইশ গজের ময়দানে লড়াইটা হয় ব্যাটে-বলে। আধুনিক ক্রিকেটে কৌশলের চেয়ে শারীরিক শক্তির প্রয়োগটা একটু হলেও বেশি জরুরি। তবে, সবচেয়ে বেশি জরুরি হলো মগজের খেলা। চাপের মুখে ভালো খেলতে, স্নায়ুর চাপ ধরে রাখতে চাই শীতল মস্তিষ্ক। মাঠের ১১ জনের মধ্যে অধিনায়কের মগজটাকে রাখতে হয় সবসময় ঠাণ্ডা।
ঠিক এখানে এসে দাবার সঙ্গে মিলে যায় ক্রিকেটটা। দাবায় যেমন প্রতিটি চাল দিতে হয় বুঝেশুনে, প্রতিপক্ষের মগজে ঢুকে বের করে আনতে হয় তার পরবর্তী চাল; ক্রিকেটেও অধিনায়ককে ভাবতে হয় অনেক কিছু। বলা হয়, দাবার বোর্ডে প্রতিপক্ষের পরবর্তী চারটা চাল যদি ধরতে পারে কেউ, জয়ের পথটা সহজ হয় তার জন্য।
সাদাকালো বোর্ডের মতোই সবুজ মাঠে অধিনায়ককে ভাবতে হয় কখন কাকে বোলিংয়ে আনবেন, কার বিরুদ্ধে কাকে কাজে লাগাবেন। ব্যাটিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা অভিন্ন। কোন জুটি কোন কোন বোলারকে মোকাবিলা করবে, কম্বিনেশন কী হবে, বোলারকে দেখেশুনে কীভাবে খেলবে; ভাবতে হয় সবই।
আজ বুধবার (১১ অক্টোবর) মিরাজ ও সাকিবের দুটি ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবিতে দেখা যাচ্ছে, ধর্মশালা থেকে চেন্নাই যাওয়ার পথে বিমানে দাবা খেলছেন সাকিব ও মিরাজ। ফ্লাইটে দাবা খেলা অবস্থায় দুজনকেই দেখা বেশ মনযোগী। তবে, এই মনযোগ খেলায় কতটা কাজে দেয় সেটাই দেখার অপেক্ষা।
দাবার বোর্ডে রাজার মূল হাতিয়ার মন্ত্রী। যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা বিচরণ করতে পারেন মন্ত্রী। বিপক্ষের সবচেয়ে বড় ত্রাস মন্ত্রী। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে যদি রাজা ধরি, মন্ত্রী তাহলে নিঃসন্দেহে মেহেদী হাসান মিরাজ। হায়দরাবাদ থেকে চেন্নাই যাওয়ার পথে দাবার গুঁটি নিয়ে দুজন কি তবে ছক কষছেন নিউজিল্যান্ড বধের? কী আশ্চর্য, কিউইদের জার্সিও সাদাকালো ডোরাকাটার সমন্বয়ে বানানো!