বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বললেন জার্গেনসেন
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ড আছে ছন্দে। বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও পরের ম্যাচে হেরেছে ইংল্যান্ডের কাছে।
প্রথম ম্যাচে যতটা বর্ণিল পারফর্ম করেছিলেন সাকিব আল হাসানরা, পরের ম্যাচে ততটাই বিবর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই জয়ের আশা করছে বাংলাদেশের। কিউইদেরও প্রত্যাশা জয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। এতে, টানা দুই বিশ্বকাপের রানার্সআপদের শক্তি যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
তবে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি এত সহজ হবে না বলে মনে করেন নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসেন। জার্গেনসেন এক সময় ছিলেন বাংলাদেশের কোচের দায়িত্বে। বাংলাদেশকে তিনি দেখেছেন কাছ থেকে। তা ছাড়া, ব্ল্যাকক্যাপসের সঙ্গে বাংলাদেশের লড়াইটা বেশ জমে। সব মিলিয়ে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খেলা নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশকে নিয়ে জার্গেনসেন বলেন, বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ নিজেদের প্রমাণ করছে। তাদের বিপক্ষে অতীতে আমাদের কঠিন কয়েকটি ম্যাচ গিয়েছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দেশেই তারা ভালো করেছে। স্পিনারদের পাশাপাশি ওদের পেসাররা সম্প্রতি দারুণ করছে। বাংলাদেশকে কাছ থেকে দেখেই বলছি, ওদের বিপক্ষে ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং হবে। প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ কঠিন।‘