দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া
বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে দুরকম। ভারতের কাছে শোচনীয় হারে আসর শুরু করে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়ে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় দক্ষিণ আফ্রিকার। অসিদের লক্ষ্য প্রথম জয় পাওয়া, প্রোটিয়াদের জয় ধরে রাখা। এমন সমীকরণে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বেছে বোলিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
টসে জিতে কামিন্স বলেন, ‘পিচের কন্ডিশন কেমন হতে পারে তা জানা নেই। দক্ষিণ আফ্রিকা দারুণ খেলছে। তাদের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং।‘
প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘টসটা ভাগ্যের ব্যাপার। আমাদের এখন ব্যাটিংয়ে মনযোগ দিতে হবে। পিচের অবস্থা বুঝে এগোতে হবে আমাদের।‘
বিশ্বকাপে দুদল পরস্পর মুখোমুখি হয়েছে ছয় বার। যেখানে অসিদের জয় তিনটি, প্রোটিয়ারা জিতেছে দুটিতে। একটি ম্যাচ হয়েছে টাই।