ভারত-পাকিস্তান ম্যাচে জমকালো আয়োজন বিসিসিআইয়ের
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া বিশ্বকাপের আয়োজন করায় বেশ সমালোচনার মুখে পড়তে হয় বিসিসিআইকে। এবার চাপের মুখে বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী না হলেও, ভারত-পাকিস্তান ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। যেখানে সুরের মূর্ছনা ছড়াবেন ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। আর এই হাইভোল্টেজ ম্যাচকে আরও একটু স্পেশাল করে তুলতেই এমন আয়োজন বিসিসিআইয়ের। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অরিজিৎ সিং ,শঙ্কর মহাদেবন ও সুখবিন্দর সিং এর গান গাওয়ার বিষয়টি নিশ্চিত করে তারা।
আগামী ১৪ অক্টোবর (শনিবার) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আগে হবে ৩০ মিনিটের জমকালো অনুষ্ঠান। দুপুর ১২.৪০ থেকে শুরু হবে, যা চলবে দুপুর ১.১০ মিনিট পর্যন্ত। শোনা যাচ্ছে, এই ম্যাচে উপস্থিত থাকবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, দুই প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ও রজনীকান্ত। এই তিনজনই বিসিসিআইয়ের গোল্ডেন টিকিটধারী। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ মাঠে উপস্থিত থাকবে বলে শোনা যাচ্ছে।
এছাড়াও ভারত-পাকিস্তানের ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে নিয়ে অনেক ধরনের হুমকির সম্মুখীন হয়ে নিরাপত্তা বেষ্টনীতে মুড়িয়ে ফেলা হয়েছে আহমেদাবাদ ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ভিসা জটিলতায় এখনও ভারতে প্রবেশ করতে পারেননি অনেক পাকিস্তানি সমর্থক ও সাংবাদিকরা। জানা গেছে, পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকে আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।