ভেনেজুয়েলার সঙ্গে ড্র করল ব্রাজিল
চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ শুক্রবার (১৩ অক্টোবর) মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠ পানতানাল অ্যারেনায় ভেনেজুয়েলাকে আতিথ্য দেয় তারা। এগিয়ে গিয়েও ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সন্তুষ্ট থাকতে হয় এক পয়েন্ট নিয়ে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। দ্বিতীয় মিনিটে রদ্রিগো-নেইমারের তৈরি করা চমৎকার আক্রমণ প্রতিহত করে ভেনেজুয়েলার রক্ষণভাগ। পরের মিনিটেই নেইমার আরেকটি শট নেন। দূরপাল্লার সেই শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন প্রতিপক্ষের গোলরক্ষক।
ক্যাসেমিরোর নেতৃত্বে মিডফিল্ডের দখল নিয়ে বেশ কয়েকটি আক্রমণ করে ব্রাজিল। সেসব অবশ্য আলোর মুখ দেখেনি। কখনও গোলরক্ষকের হাতে, কখনও বারপোস্টের বাইরে দিয়ে চলে যায় বল। প্রথমার্ধ্ব শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে দ্রুতই গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ৫০ মিনিটে নেইমারের করা কর্ণার থেকে গোল করে সেলেসাওদের এগিয়ে নেন গ্যাব্রিয়েল। গোল পেয়ে গতি বাড়ে ব্রাজিলের খেলায়। একের পর এক সুযোগ তৈরি করলেও ফিনিশিংটা হচ্ছিল না ঠিকঠাক। ৭১ শতাংশ বল দখল ও ছয়টি অন টার্গেট শট নিয়েও তাই এক গোলের বেশি করতে পারেনি ব্রাজিল।
উল্টো ম্যাচের ৮৫ মিনিটে ব্রাজিলকে হতবাক করে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান এদুয়ার্ড বেল্লো। দুর্দান্ত এক বাই সাইকেল কিকে গোল করে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন বেল্লো। পুরো ম্যাচে কেবল দুটি সুযোগ পেয়ে তার একটি দারুণভাবে কাজে লাগিয়েছে ভেনেজুয়েলা।