আহমেদাবাদে হোটেল না পেয়ে হাসপাতালে ছুটছেন দর্শকরা
আহমেদাবাদের হোটেলগুলোতে এখন কেউ গেলে ফিরতে হবে খালি হাতে। তিল ধারণের জায়গা নেই হোটেল-মোটেল কোথাও। যা চাইবেন, তা দেব বললেও মালিকপক্ষ ফিরিয়ে দেন। তাদেরই বা দোষ কী! আগামীকাল শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ বলে কথা, সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই দর্শকরা বুকিং দিয়ে রেখেছেন থাকার জায়গা। কেউ কেউ দিয়েছেন তারও আগে।
বিপাকে পড়েছেন নতুন করে যারা আহমেদাবাদে গিয়েছেন। ম্যাচের টিকিট আছে, এমন অনেকেই পাচ্ছেন না থাকার জায়গা। কিন্তু, একটা গতি তো করতে হবে! অগত্যা তাই লোকজন ছুটছেন হাসপাতালে। উদ্দেশ্য স্বাস্থ্য পরীক্ষা করানো। মূল উদ্দেশ্য অবশ্য অন্যটা। স্বাস্থ্য পরীক্ষার নামে হাসপাতালে কোনোমতে রাত কাটিয়ে দেওয়া। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালে হঠাৎ করে বেড়েছে স্বাস্থ্য পরীক্ষার পরিমাণ। মানুষজন আসছেন নিজেদের চেকআপ করাতে। কোনো কোনো হাসপাতাল হিমশিম খাচ্ছে চেকআপ করাতে গিয়ে। তৈরি হচ্ছে কথিত রোগীর দীর্ঘ লাইন।
এর অন্যতম কারণ, হোটেলগুলোতে খালি রুম না থাকা। তা ছাড়া, এই ম্যাচকে ঘিরে আহমেদাবাদের বিভিন্ন হোটেলের রুম ভাড়া বেড়েছে ২০ গুণ পর্যন্ত। যে ব্যয়ভার বহন করা সবার পক্ষে সম্ভব না। তাই, নিরুপায় হয়েও কেউ কেউ ছুটছেন হাসপাতালে। ভারত-পাকিস্তানের ম্যাচ তো আর মিস দেওয়া যায় না।