একাদশে নেই মেহেদি, ফিরেছেন মাহমুদউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে, পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শোচনীয়ভাবে। দুই ম্যাচেই মুদ্রার দুটি পিঠ দেখা হয়েছে বাংলাদেশ দলের। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চেন্নাইতে ম্যাচটিতে টসে জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
কিউইদের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের পরিবর্তে দলে প্রবেশ করেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচের পর বাদ পড়েছিলেন তিনি। আজকের ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট স্পিননির্ভর। স্পিনের সঙ্গে মাহমুদউল্লাহর ব্যাটিং মিলিয়ে দলে ভারসাম্য আনতেই এই পরিবর্তন।
টসের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘টুর্নামেন্টর দিকে তাকালে দেখবেন, আগে ব্যাটিং করতে পারাটা ভালো। আগের ম্যাচে আমরা ভালো করতে পারিনি। টুর্নামেন্টে আপনি কিছু ম্যাচ জিতবেন, কিছু হারবেন। আমাদের লক্ষ্যটা আগের মতোই। জিততে চাই। আগের চেয়ে আরও উন্নতি করতে চাই।‘
ইংল্যান্ডের বিপক্ষে হারে বাংলাদেশের আত্মবিশ্বাস কমেছে। আজকের ম্যাচে জিতে সেই আত্মবিশ্বাস ফিরে পেতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আসরের বাকি পথ পাড়ি দিতে একটা জয় খুব প্রয়োজন।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।