নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না বাংলাদেশ
বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে ছন্দময় শুরুর পরই খেই হারিয়েছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার হট ফেবারিট নিউজিল্যান্ডের কাছেও বড় হারের তিক্ত অভিজ্ঞতা পেল সাকিব আল হাসানের দল। যা টুর্নামেন্টে বাংলাদেশের স্বপ্নযাত্রাকে আরও কঠিন করে তুলল। অধিনায়ক কেন উইলিয়ামসন-ড্যারেল মিচেলের ব্যাটিং দৃঢ়তায় ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় কিউইরা।
হার দেখছে বাংলাদেশ
স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ দাঁড় করালেও বোলিংটা ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ। শুরুতে কিউইদের চাপে ফেললেও তা ধরে রাখতে ব্যর্থ তাসকিন-মিরাজরা। যে সুযোগটা লুফে নিতে ভুল করেনি কিউই ব্যাটাররা। উইলিয়ামসন ও মিচেলের ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সামনে অসহায় বাংলাদেশ
নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে অসহায় ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। এবার কিউই ব্যাটারদের সামনেও দাঁড়াতে পারছে না বাংলাদেশ। মাঝারি লক্ষ্য তাড়ায় দারুণভাবে এগিয়ে যাচ্ছে কেইন উইলিয়ামসনের দল। ফলে, চেন্নাইতে ম্যাচটিতে চাপে বাংলাদেশ।
অবশেষে প্রতিরোধ ভাঙলেন সাকিব
২৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও দুই অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ব্যাটে বাংলাদেশকে বেশ চাপে ফেলে নিউজিল্যান্ড। তবে দলীয় ৯২ রানে কনওয়েকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন সাকিব।
কনওয়ে-উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড
এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই হারের বৃত্ত ভাঙতে মরিয়া সাকিব আল হাসানের দল। যদিও কাজটা বেশ কঠিন বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হলেও দুই অভিজ্ঞ ব্যাটার ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিউইরা।
বোলিংয়ের শুরুতে সাফল্য এনে দিলেন মুস্তাফিজ
নড়বড়ে ব্যাটিংয়ে কোনো মতে নিউজিল্যান্ডকে ২৪৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে শুরুতেই রাচিন রবীন্দ্রকে হারিয়েছে নিউজিল্যান্ড। বোলিং ইনিংসের শুরুতে সাফল্য এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের দলীয় ১২ রানে রাচিনকে নিজের শিকার বানান কাটার মাস্টার। ১৩ বলে ৯ রান করে ফেরেন রাচিন।
খাদের কিনারা থেকে নিউজিল্যান্ডকে মাঝারি লক্ষ্য দিল বাংলাদেশ
ইনিংসের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলীয় ৫৬ রানেই নেই চার উইকেট। নড়বড়ে ব্যাটিংয়ে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। একটা সময় মনে হয়, অল্পতেই আটকে যাবে বাংলাদেশ। তবে সেটা হয়নি। খাঁদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন মুশফিক-সাকিবরা। শেষ দিকে ঢাল হয়ে দাঁড়ান মাহমুদউল্লাহ। তিন অভিজ্ঞ ব্যাটারের দৃঢ়তায় নিউজিল্যান্ডকে ২৪৬ রানের চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। শেষ দিকে ৪১ রান করেন মাহমুদউল্লাহ।
২০০ ছাড়িয়ে ছুটছে বাংলাদেশ
দারুণ এক জুটি গড়ার পর সাজঘরে ফেরেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই দুইজনের বিদায়ের পর তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ২০০ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। ক্রিজে টিকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মুশফিকের বিদায়, চাপ বাড়ছে বাংলাদেশের
দলের চরম বিপদে ঢাল হয়ে দাঁড়ান মুশফিকুর রহিম। ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলেন খাঁদের কিনারা থেকে। কিন্তু থিতু হওয়া মুশফিককে বিদায় করে বাংলাদেশের বিপদ বাড়াল নিউজিল্যান্ড। দলীয় ১৭৫ রানে ফিরেছেন মুশফিক। ফেরার আগে করেছেন ৭৫ বলে ৬৬ রানের ইনিংস।
ভুল সময়ে ফিরলেন সাকিব, ফের চাপে বাংলাদেশ
লকি ফার্গুসনের করা ওভারের চতুর্থ বলে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান সাকিব। ঠিক পরের বলেও সেম পজিশন দিয়ে আরেকবার মাঠের বাইরে পাঠাতে চান বাংলাদেশ অধিনায়ক। কিন্তু এখানেই যে হয়ে গেল বিপত্তি। আগেরবার ছক্কায় উড়াতে পারলেও এবার আর পারলেন না। বরং ক্যাচ হয়ে ধরা পড়লেন টম লাথামের হাতে। ভুল সময়ে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। যখন তাঁর ব্যাটে বড় স্কোরের আশা দেখছিল বাংলাদেশ তখনই বিদায় নিলেন তিনি। ৪০ করে থামে সাকিবের প্রতিরোধ।
মুশফিকের হাফ সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার মুশফিকুর রহিম। প্রস্তুতি ম্যাচের পর বিশ্বকাপেও নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে টপ অর্ডার ব্যাটাররা খেই হারিয়েছে, সেখানে এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। ৫২ বলে পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি।
সাকিব-মুশফিকের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৬ রানের মাথায় চার উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে শুরুর চাপ সামলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
উইকেট হারানোর মিছিলে বিপদে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘুরেফিরে বাংলাদেশের মাথাব্যথার কারণ ব্যাটিং। কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। দুই ওপেনারের পর বিদায় নিয়েছেন দুই টপ অর্ডার মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ৫৬ রানে চার উইকেট নেই বাংলাদেশের। দ্রুত উইকেট হারানোর মিছিলে বিপাকে বাংলাদেশ। লড়াই জমাতে দরকার বড় জুটি। মিডল অর্ডার ব্যাটাররা মিলে তা পারেন কি না সেটাই দেখার অপেক্ষা।
থিতু হয়ে তামিমের বিদায়
ইনিংসের প্রথম বলে লিটন দাসকে হারানোর পর মেহেদী হাসান মিরাজ ও তানজিদ তামিম মিলে চেষ্টা করছিলেন জুটি গড়ার। কিন্তু থিতু হয়েও টিকতে পারেননি তামিম। দলীয় ৪০ রানে ফেরেন তরুণ এই ওপেনার। ১৭ বলে ১৬ রান করেছেন তিনি। তার বিদায়ে ফের ব্যাকফুটে বাংলাদেশ।
শুরুতেই লিটনকে হারাল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ তুলে দিয়ে শূন্যতে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।
একাদশে নেই মেহেদি, ফিরেছেন মাহমুদউল্লাহ
কিউইদের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের পরিবর্তে দলে প্রবেশ করেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচের পর বাদ পড়েছিলেন তিনি। আজকের ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট স্পিননির্ভর। স্পিনের সঙ্গে মাহমুদউল্লাহর ব্যাটিং মিলিয়ে দলে ভারসাম্য আনতেই এই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত শুরুর পরই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা। সবমিলিয়ে প্রথম দুই ম্যাচে অম্ল-মধুর অভিজ্ঞতা সঙ্গী করেই চেন্নাইয়ে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ শুক্রবার (১৩ অক্টোবর) সাকিবদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এমন ম্যাচে কিউইদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
টসের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘টুর্নামেন্টর দিকে তাকালে দেখবেন, আগে ব্যাটিং করতে পারাটা ভালো। আগের ম্যাচে আমরা ভালো করতে পারিনি। টুর্নামেন্টে আপনি কিছু ম্যাচ জিতবেন, কিছু হারবেন। আমাদের লক্ষ্যটা আগের মতোই। জিততে চাই। আগের চেয়ে আরও উন্নতি করতে চাই।‘