চোট নিয়ে হাসপাতালে সাকিব
বিশ্বকাপে ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ। দুই ম্যাচে এমন বড় হারে ফিঁকে হয়ে আসছে সেমি ফাইনালে খেলার স্বপ্ন। হারের সঙ্গে সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তায়ও পড়তে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। এমন অবস্থায় চোটের কারণে হাসপাতালে যেতে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পান সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি তিনি। এরপরই সাকিবকে নিয়ে দুশ্চিন্তা বাড়ে ভক্তদের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানা না গেলেও সাকিবের চোট প্রসঙ্গে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবরে জায়গায় এসেছিলেন সহঅধিনায়ক শান্ত। তখন সাকিবের চোট প্রসঙ্গে এই ব্যাটসম্যান বলেন, ‘সাকিব ভাই স্ক্যান করতে হাসপাতালে গেছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে। এর আগে কিছু বলা কঠিন।’
চোটের পড়ার আগেও ব্যথা নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং চালিয়ে গেছেন সাকিব। আক্রমণাত্মক মনোভাবে রান তোলার চেষ্টায় ছিলেন তিনি। যদিও ব্যাট হাতে ৪০ রানের বেশি করতে পারেননি। আর বল হাতে ১০ ওভারে ৫৪ রান দিয়ে নেন একটি উইকেট।