এমবাপ্পের রেকর্ডের রাতে ইউরোর মূলপর্বে ফ্রান্স
ক্লাবের হয়ে সর্বশেষ চার ম্যাচে গোল নেই কিলিয়ান এমবাপ্পের। হঠাৎ করেই ছন্দপতন। বিবর্ণ এমবাপ্পে আবার রঙিন হলেন ঠিক প্রয়োজনের সময়। নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরো ২০২৪ এর বাছাইপর্বের ম্যাচে করলেন জোড়া গোল। তার জোড়া গোলে ডাচদের ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোর মূলপর্ব নিশ্চিত করল ফ্রান্স।
নেদারল্যান্ডসের আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। শুক্রবার দিনগত রাতে বি গ্রুপের ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় ফরাসিরা। আঁতোয়া গ্রিজম্যানের তৈরি করা আক্রমণে শেষ আঁচড় দেন এমবাপ্পে। দারুণ ভলিতে গোল করে ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন তিনি। প্রথম গোল করে পাশে বসেন কিংবদন্তি ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনির। ফ্রান্সের জার্সিতে প্লাতিনির আন্তর্জাতিক গোল ৪১ টি। যা দেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ।
প্রথমার্ধ্বে শুরুতেই গোল পেয়ে আরও কয়েকটি আক্রমণ করে ফ্রান্স। চুপ থাকেনি নেদারল্যান্ডসও। অরেঞ্জ আর্মিরা একাধিক সুযোগ পেলেও সেগুলো আলোর মুখ দেখেনি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স।
বিরতি থেকে ফিরে আবারও দ্রুতই দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ৫৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলে অনেকটাই নিশ্চিত করেন দলের জয়। একই সঙ্গে ছাড়িয়ে যান প্লাতিনিকে। ফ্রান্সের হয়ে ৪২ গোল নিয়ে এখন এককভাবে চতুর্থ স্থানে আছেন এমবাপ্পে।
ম্যাচের ৮৩ মিনিটে স্বাগতিক নেদারল্যান্ডসের পক্ষে গোল করেন হার্টম্যান। এতে খেলা জমে ওঠে। তবে, বাকি সময়ে ডাচরা আর গোল করতে পারেনি। ফলে, জয় ও ইউরো ২০২৪ এর মূলপর্ব; দুটোই নিশ্চিত হয় ফ্রান্সের।