ভারতের বিপক্ষে পাঁচ উইকেট পেলে সেলফি তুলবেন আফ্রিদি
প্রতীক্ষা-ক্ষণগণনা শেষে, ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে অবশেষে। একটি ম্যাচকে ঘিরে কত আয়োজন। প্রস্তুত ভক্তরা, প্রস্তুত খেলোয়াড়রা। রণসাজে ক্রিকেটারদের বরণ করে নিতে তৈরি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। মুখে হাসি থাকলেও মাঠে যুদ্ধের চেয়ে কম আবহ থাকবে না কোনোভাবে।
ভারত-পাকিস্তান ম্যাচে লড়াইটা সবসময় ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের। ভারতের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে তৈরি পাকিস্তানের গতিময় বোলিং আক্রমণ। যে আক্রমণের নেতা শাহিন শাহ আফ্রিদি। নতুন বলে পাকিস্তানের বাজির ঘোড়া আফ্রিদিকে মোকাবিলা করাটা হবে ভারতীয় ব্যাটারদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং।
ম্যাচকে ঘিরে গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) অনুশীলনে ব্যস্ত সময় পার করে পাকিস্তান। মাঠে দেখা যায় আফ্রিদিকেও। এক পর্যায়ে মাঠে থাকা কয়েকজন গণমাধ্যমকর্মী তার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই সেলফি তুলব। তবে, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর।’ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আফ্রিদির সঙ্গে সেলফি নিতে চাওয়া মিডিয়াকর্মীদের হাসিমুখে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের হয়ে টানা ১৮ ওয়ানডেতে কমপক্ষে একটি করে উইকেট নেওয়ার রেকর্ডটা আফ্রিদির দখলে। পাকিস্তানের পেস ইউনিটের নেতা তিনি। নতুন বলে রোহিত-ইশানকে পড়তে হবে আফ্রিদির গতির মুখে। পাকিস্তানের পেস আক্রমণ বর্তমানে তর্কাতীতভাবে সেরা। আর নিজের দিনে প্রতিপক্ষকে রীতিমতো ধসিয়ে দেওয়ার ক্ষমতা আছে আফ্রিদির।