টি-টোয়েন্টিতে ৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্বরেকর্ড
আইসিসির সহযোগি দুই সদস্য দেশ আর্জেন্টিনা ও চিলি। দুই দেশের মেয়েদের মধ্যে চলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে আর্জেন্টিনার মেয়েরা যা করল, তার সাক্ষী এর আগে কেউ হয়নি।
পাগলাটে বললেও কম বলা হবে। চিলির বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৪২৭ রান তোলে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নারী-পুরুষ মিলিয়েই এটি সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এ ম্যাচে আর্জেন্টিনা জেতে ৩৬৪ রানের বিশাল ব্যবধানে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে চিলির মেয়েদের রানের ঝালে দিশেহারা করেছেন দুই আর্জেন্টাইন ওপেনার লুসিয়া টেইলর ও আলবার্তিনা গ্যালান। লুসিয়া ৮৪ বলে ২৭ চারে ১৬৯ করে মিরান্ডার বলে আউট হলেও গ্যালান ৮৪ বলে ২৩ চারে ১৪৫ রানে অপরাজিত থাকেন। দুইয়ে নামা মারিয়া খেলেন সাতটি চারে ১৬ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস।
এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান ছিল এক উইকেটে ৩১৮ রান। গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে এই রান করেছিল বাহরাইনের মেয়েরা।
ম্যাচে কোনো ছক্কা না হলেও চার হয় ৫৭টি। এটিও স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড। ম্যাচে চিলির মেয়েরা নো বল দেয় ৬৪ টি। যা এর কখনও দেখেনি ক্রিকেট দুনিয়া। চিলির বোলার ফ্লোরেন্সিয়া মার্টিনেজ এক ওভারে ১৭ নো বলসহ দেন ৫২ রান। এটিও বিশ্বরেকর্ড।
চিলির বিপক্ষে ব্যাট হাতে লঙ্কাকাণ্ড ঘটানোর পর বল হাতেও আর্জেন্টাইন মেয়েরা ছিল বেশ ঝাঁঝালো। ১৫ ওভারে ৬৩ রানে অলআউট হয় চিলিয়ানরা। হারে ৩৬৪ রানে।