সুরের মূর্ছনায় মঞ্চ মাতালেন অরিজিৎ-সুনিধি
ভারত-পাকিস্তান ম্যাচের আগে অরিজিৎ সিংয়ের পারফরম্যন্স দেখতে উদগ্রীব ছিলেন ভক্ত-সমর্থকরা। তবে সেই অনুষ্ঠান টিভিতে সম্প্রচারিত হয়নি। শুধুমাত্র আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে সমর্থকরা উপস্থিত ছিলেন তারাই শুধু অরিজিৎ-সুনিধি চৌহানদের পারফরম্যান্সের সাক্ষী হতে পেরেছেন।
টিভিতে দেখা না গেলেও, সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সচরাচর মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় পারফর্ম করতে দেখা যায় অরিজিৎকে। যদিও আজ একেবারে অন্যরকম লুকে দেখা যায় জনপ্রিয় এই সংগীতশিল্পীকে। মাথায় দেখা যায়নি পাগড়ি।
এই আয়োজনে ভারতের চার তারকা সংগীতশিল্পী গান গেয়েছেন। অরিজিৎ, সুনিধি, শংকর এবং সুখবিন্দর সিং আলাদাভাবে পারফরম্যান্স করেন। শেষে তারা চারজন একসঙ্গে পারফর্ম করেন। বরাবরের মতো চারজনই মাতিয়ে তোলেন দর্শক-শ্রোতাদের। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ এর পাশাপাশি ‘বন্দেমাতরম গেয়েছেন অরিজিৎ।
কী কারণে ভারত-পাকিস্তান ম্যাচের আগে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়নি, তা আইসিসি কিংবা বিসিসিআই কেউই স্পষ্ট করে জানায়নি। শুধুমাত্র স্টার স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়, ‘২০২৩ সালের পুরুষদের আইসিসি বিশ্বকাপের দ্বাদশ ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে অনুষ্ঠান হবে, সেটা শুধুমাত্র স্টেডিয়ামে থাকা সমর্থকদের জন্য আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে না। তবে বাকি ম্যাচের সম্প্রচার করা হবে।’