সাকিবের চোটের বর্তমান অবস্থা জানালেন ফিজিও
ফের চোটে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় রাচিন রবীন্দ্রের বলে রান নিতে গিয়ে বাঁ পায়ে চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার। সেই চোটের জেরে এমআরআই করতে হাসপাতালেও যেতে হয় বাংলাদেশের অধিনায়ককে। সাকিবের চোটের বর্তমান অবস্থা কি, এবার সেটাই জানালেন ফিজিও বায়োজিদ ইসলাম।
বিসিবির পাঠানো বিবৃতি অনুযায়ী, সাকিবের চোট প্রসঙ্গে ফিজিও বায়োজিদ ইসলাম বলেন, ‘ম্যাচে সাকিবের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সে কিছুটা অস্বস্তিতে রয়েছে। যদিও সে বোলিংয়ে নিজের ১০ ওভারের কোটা পূরণ করেই মাঠ ছেড়েছে। পরে, আমরা তাকে হাসপাতালে নিয়ে এমআরআই পরীক্ষা করাই। আগামী খেলাগুলোতে তাকে আরও সতর্ক হয়ে খেলতে হবে। আমরাও প্রতিনিয়ত বিষয়টি পর্যবেক্ষণ করব।’
এর আগে, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই প্রসঙ্গে বলেন, ‘সাকিবের পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি, ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’
চেন্নাইতে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসতে পারেননি সাকিব। তার পরিবর্তে কথা বলতে আসেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপ শুরুর আগেও চোট পেয়েছিলেন ৩৬ বছর বয়সী সাকিব, গুয়াহাটিতে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে। ফলে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও ওই চোট ছিল না তেমন গুরুতর।