পাকিস্তানকে স্কুল বাচ্চাদের দল বললেন শেবাগ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আর ভারত জিতবে, এটিই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নইলে ওয়ানডেতে দুদলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপে আট দেখার সবকটিতে কেন হারবে! সর্বশেষ হার গতকাল শনিবার (১৪ অক্টোবর)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে ভারত। সাত উইকেটের এই হার নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তারচেয়ে বেশি সমালোচনা হচ্ছে পাকিস্তানের ব্যাটিং নিয়ে।
দুই ইইকেটে ১৫৫ রান থেকে ১৯১ রানে অলআউট পাকিস্তান। হাতে ছিল সাত ওভার। দলের ছয়জনই পার হতে পারেননি এক অঙ্কের রান। অথচ এই পাকিস্তানই আগের ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৪ রানের পাহাড় টপকে জয় তুলে নেয়। কালও যতক্ষণ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল বড় সংগ্রহই গড়বে পাকিস্তান। কিন্তু, বাবরের উইকেট দিয়ে শুরু। এরপর আসা-যাওয়ার মিছিলে শামিল বাকিরা।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনও জিততে না পারার চাপ নাকি আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শকের সামনে আত্মবিশ্বাস হারানো— কে জানে কোনটিতে ভীত হয়ে পাকিস্তান অসহায় আত্মসমর্পন করে ভারতের সামনে। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলাররাও কিছু করতে পারেননি। এমন ব্যাটিংবান্ধব উইকেটে ভারতের ব্যাটারদের সামনে অবশ্য তাদের করার কিছু ছিলও না।
ভারতের বিপক্ষে পাকিস্তানের এই লজ্জাজনক হার নিয়ে বিদ্রুপ করেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ। গতকাল নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচ দেখে মনে হচ্ছে বড়রা স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলছে। পাকিস্তানকে একবারে ধসিয়ে দিয়েছে।’
এখানে শেবাগ যে পাকিস্তান দলকে স্কুলের বাচ্চাদের সঙ্গে তুলনা করেছে, সেটি বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। শেবাগ নিজেই তা স্পষ্ট করে দিয়েছেন।