তিনদিনের বিশ্রামে বাংলাদেশ
তিনদিনের বিশ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। শুনে মনে হতেই পারে, বিশ্বকাপে ছন্দে থাকা কোনো দল একটু গা এলিয়ে নিচ্ছে। আদতে তা নয়। বিশ্রাম কেবল ছন্দে থাকা দলের জন্য নয়, প্রযোজ্য ছন্দহীনের বেলাতেও। বিশ্বকাপে বাংলাদেশ তো বসে আছে পথ হারিয়ে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা হার।
হেরে যাওয়া দোষের নয়। যাদের কাছে হেরেছে, তাদের একদল বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল শেষ দুবারের রানার্সআপ। কিন্তু, দুটি ম্যাচের কোনোটিতেই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সাকিব আল হাসানরা। জোড়া হারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকা বাংলাদেশকে চাঙা করতেই মূলত তিনদিনের এই বিশ্রাম পর্ব।
আগামী ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। টুর্নামেন্টে তিন ম্যাচের সবকটিতে জিতে যারা রীতিমতো উড়ছে। সেই ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সবচেয়ে বেশি যা জরুরি, তা হলো মানসিকতা। ক্রিকেটারদের তাই তিনদিনের জন্যে এক প্রকার ছুটিই দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ দলের সহকারি কোচ নিক পোথাস মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুত্ব দিয়েই বলেছিলেন বিশ্রামের কথা। পোথাস বলেন, ‘আমাদের বেশ ভালো একটা বিশ্রাম দরকার। বিশ্বকাপে ম্যাচগুলো খুব দ্রুত চলে আসে। চাপ নিয়ে মানিয়ে নিতে হয়। তখন পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। তাই, আমরা ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে খুব ভালোরকম বিশ্রাম দেব। যাতে ওরা চাঙা হতে পারে। এরপর ভারত ম্যাচের জন্য অনুশীলনে নামবে ওরা।‘
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করে বাংলাদেশ দল পুনেতে পৌঁছায় গতকাল শনিবার (১৪ অক্টোবর)। ১৪, ১৫ ও ১৬ অক্টোবর বিশ্রাম শেষে ১৭ ও ১৮ অক্টোবর অনুশীলন করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে ভারতের।