শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হেরেছে প্রথম দুই ম্যাচে। জয়ের আশায় আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে তারা। দলের এমন বেহাল অবস্থায় বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
শানাকার পরিবর্তে লঙ্কান স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে। তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে আইসিসি। করুনারত্নে দলের সঙ্গে ভারতেই আছেন। স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গিয়েছিলেন তিনি।
তবে, অধিনায়ক কে হবেন সেটি নিশ্চিত ছিল না। লঙ্কান টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে সেটি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে তারা জানিয়েছে, বিশ্বকাপের বাকি সময় শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশল মেন্ডিস। বিশ্বকাপের শুরুতে দলের সহ-অধিনায়ক ছিলেন মেন্ডিস।
লঙ্কানরা দুটি ম্যাচে হারলেও মেন্ডিস আছেন দুর্দান্ত ছন্দে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে খেলেন ৭৭ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস। লঙ্কান ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ এই উইকেটরক্ষক ব্যাটার।
বিশ্বকাপের বাকিটা সময়ও তার ব্যাট হাসুক, এমনটাই চাইবে দল। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে অধিনায়কত্ব। এখন মেন্ডিস কেমন করেন, সেটিই দেখার পালা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ২৯ বছর বয়সী মেন্ডিসের নতুন পরীক্ষা।