কোহলির জার্সি নেওয়ায় বাবরের ওপর ক্ষুব্ধ আকরাম
ভারত-পাকিস্তান লড়াই নিয়ে উত্তাপ ছড়ালেও মাঠের ক্রিকেট পুরোটাই একপেশে। যেখানে একচ্ছত্র আধিপত্য ভারতের। অবশ্য এমনই উত্তাপের ম্যাচ ছাপিয়ে আলোচনায় পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। বড় হারের পর ভারতীয় তারকা বিরাট কোহলির থেকে উপহারস্বরুপ জার্সি নিয়ে তোপের মুখে এই ডানহাতি ব্যাটার।
আজ রোববার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে কোহলির কাছ থেকে তার সাক্ষর সম্বলিত জার্সি উপহার নেন বাবর আজম। ভারতের কাছে বাজেভাবে হারের পর বাবরের এমন জার্সি নেওয়া মোটেও পছন্দ হয়নি সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে আকরাম বলেছেন, ‘মাঠে বাবরের কোহলির সঙ্গে সাক্ষাৎ করা উচিত হয়নি। তাঁর সঙ্গে এভাবে সামনাসামনি দেখা করার পরিস্থিতি তখন ছিল না। ওর গোপনে শার্ট নেওয়া উচিত ছিল।’
অবশ্য আকরামের পছন্দ না হলেও কোহলি-বাবরের এমন বন্ধুত্বপূর্ণ ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা তাদের এমন সৌহার্দ্যমূলক সম্পর্কে অভিভূত। অনেকেই তাদের ভাসাচ্ছেন প্রশংসার জোয়ারে।
কোহলি-বাবরের সম্পর্ক বরাবরই ভালো। কোহলির থেকে ব্যাটিংয়ের নানা পরামর্শও নিতে দেখা যায় বাবরকে। যার কারণে নানা সময়ে সমালোচনাও পড়তে হয়েছে বাবরকে। তবে সবকিছু ছাপিয়ে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল। যা চলতি আসরে ভারতের টানা তৃতীয় জয়।