ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান
বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। নিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে রশিদ-নবীরা। তবে তৃতীয় ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত আফগানদের। ব্যাটারদের দৃঢ়তায় ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান।
আজ রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে আফগানিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় আফগানিস্তানের। দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলেন গড়েন ১১৪ রানের জুটি। আফগানদের এমন শুরু দেখে মনে হচ্ছিল বড় স্কোর গড়তে যাচ্ছে দলটি। তবে দলীয় ১১৪ রানের মাথায় আদিল রশিদের বল তুলে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন জাদরান। ৪৮ বলে ২৮ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।
এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। দলীয় ১২২ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপরই দ্রুত আরও চার উইকেট হারায় আফগানিস্তান। তবে মাঝে রশীদ-ইকরামদের ব্যাটিংয়ে ভর করে বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান। তবে ইংল্যান্ড বোলারদের দাপটে স্কোর বোর্ডে ৩০০ রান না তুলতে পারলেও নিজেদের সামর্থ্যের জানানটা বেশ ভালোভাবেই দিয়েছে আফগানরা। শেষমেশ সব উইকেট হারিয়ে ২৮৪তে থামে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৪৯.৫ ওভারে ২৮৪/১০ (গুরবাজ ৮০, জাদরান ২৮, রহমত ৩, শাহিদী ১৪, ওমরজাই ১৯, ইকরাম ৫৮, নবী ৯, রশিদ ২৩, মুজিব ২৮, নবীন ৫, ফারুকী ২; ওকস ৪-০-৪১-০, টপলি ৮.৫-১-৫২-১, কারান ৪-০-৪৬-০, রশিদ ১০-১-৪২-৩, উড ৯-০-৫০-২, লিভিংস্টোন ১০-০-৩৩-১, রুট ৪-০-১৯-১)