চোট কাটিয়ে দলে ফিরছেন হেড
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরছেন ব্যাটার ট্রাভিস হেড। চলতি সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়া তাই এক রকমের সুখবর পেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে হাতে চোট পাওয়ার পর তাকে আর দেখা যায়নি।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে জেরল্ড কুটসিয়ার বাউন্সারে বাম হাতে চোট পান বাঁহাতি ওপেনার। স্ক্যানে চিড় ধরা পড়ে তার। হেডকে দেশে রেখেই বিশ্বকাপ খেলতে ভারতে যায় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শেষ দিকে পাওয়ার আশায় স্কোয়াডে রেখে দেওয়া হয় ২৯ বছর বয়সী ব্যাটসম্যানকে।
গত শুক্রবার (১৩ অক্টোবর) হাতের ব্যান্ডেজ খুলে ব্যাটিং শুরু করেছেন হেড। এই সপ্তাহে স্বাভাবিকভাবে ব্যাটিং অনুশীলন করবেন তিনি। পরে অ্যাডিলেইড থেকে আগামী বৃহস্পতিবার ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে হেডের।
এর আগে এক ভিডিও বার্তায় হেড জানান, `এটা বেশ ভালোভাবেই হয়েছে। এবং সম্ভবত যেমন আশা করেছিলাম, তার চেয়েও ভালো। যখন আমরা অস্ত্রোপচার করব না বলে সিদ্ধান্ত নিলাম, তখন রিকোভারি জন্য ১০ সপ্তাহের প্রয়োজন হবে বলে জানানো হয়। পরে জানানো হলো, খেলতে যাওয়ার মতো পরিস্থিতি পেতে প্রায় ছয় সপ্তাহ লাগবে।’
বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে হেডের। তাই পরদিন বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। আগামী ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার পরের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ওই ম্যাচের একাদশে জায়গা পাওয়ার জন্য তৈরি থাকবেন হেড।