সাংবাদিকদের সঙ্গে লিটনের এমন আচরণের কারণ কী?
লিটন দাসের ব্যাটে রান নেই। সর্বশেষ নিউজিল্যান্ড ম্যাচে নিজের ভুলে প্রথম বলেই আউট হয়ে ড্রেসিংরুমের সামনে ব্যাট ভাঙেন। সর্বশেষ ১০ ইনিংসে তার রান ০, ৭৬, ১৩, ৬, ০, ১৫, ১৬, ৫৩, ১৩, ২৬। মাত্র দুটি ফিফটিতে মোট ২১৮ রান। শূন্য রানেই আউট হয়েছেন দুবার।
বাংলাদেশ দলের সবচেয়ে ক্ল্যাসিক ব্যাটার ভাবা হয় তাকে। হাতে যেমন শট আছে, তেমনি আছে সৌন্দর্য। লিটন নামের প্রতি সুবিচার করতে পারছেন না অনেকদিন ধরেই। তামিম ইকবালবিহীন বাংলাদেশের ওপেনিংয়ে হাল ধরার মূল দায়িত্বটা তারই। কিন্তু বিভিন্ন সংবাদ সম্মেলনে লিটনের আগ্রাসী জবাবে ফুটে উঠেছে অহংবোধ। তবে, গতকাল রোববার (১৫ অক্টোবর) পুনেতে যা করলেন তা ছাড়িয়ে গেল সবকিছুকে।
পুনেতে বাংলাদেশের টিম হোটেলের লবিতে বসে ছিলেন প্রায় ৪০ জন সাংবাদিক। উদ্দেশ্য— দলের কেউ যদি আসেন, যদি কথা বলা যায়। শোনা গেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। অপেক্ষা করছিলেন তারা। দুপুরে লবিতে দেখা গেছে তাসকিন আহমেদ, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়দের। তারা বাইরে খেতে যাচ্ছেন। কেউ কেউ সাংবাদিকদের সঙ্গে হাসিমুখে টুকটাক কথাও বলেছেন।
এরপর দেখা গেল বাইরে বের হচ্ছেন লিটন। সাংবাদিকরা নিজেদের মতোই আছেন। কিন্তু, এর কিছুক্ষণ বাদে যা ঘটল, তা আগে ঘটেছে বলে মনে হয় না। সাংবাদিকদের দেখে রেগে যান লিটন। হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাক দেন। তাদের কাছে জানতে চান, ‘মিডিয়ার লোকেরা এখানে কী করছেন? তারা কেন আমাদের ছবি তুলছেন?’ হোটেলের নিরাপত্তারক্ষীদের দিয়ে তাদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন। যা কোনোভাবেই কাম্য ছিল না।