অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও। শ্রীলঙ্কার অবস্থাও একই। দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ৩০০ এর বেশি রান করেও হারতে হয়েছে ম্যাচ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা বিশ্বকাপে দুই ম্যাচ খেলে হেরেছে দুটিতেই। প্রথম জয়ের আশায় আজ পরস্পর মুখোমুখি হয়েছে তারা।
লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
মেন্ডিস বলেন, ‘আমাদের ব্যাটাররা দুটি ম্যাচেই ভালো করেছে। তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি, বোলাররাও ভালো করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজকের ম্যাচে দল নিয়ে আমি আশাবাদী।’
অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘এটা ঠিক, আমরা দুটি ম্যাচে হেরেছি। তবে, খেলোয়াড়রা মনোবল হারায়নি। আজকের ম্যাচে ভালো করতে মুখিয়ে আছে ওরা। আশা করি, আজ একটা চমৎকার ম্যাচ উপহার দিতে পারব।’