লিটন ইস্যুতে বিব্রত বিসিবি
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ পুনেতে, এ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। বর্তমানে সেখানকার একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন সাকিব আল হাসানরা। আর সেখানেই সাংবাদিকদের দেখে মেজাজ হারান ওপেনার লিটন দাস। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
আজ সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনের ঘটনা প্রসঙ্গে কথা বলেন সুজন। তিনি বলেন, “অবশ্যই এই ঘটনায় বিসিবি চিন্তিত। লিটন ইতিমধ্যে তার ফেসবুক পেজ থেকে ‘সরি’ বলেছে। ইচ্ছাকৃতভাবে আসলে সে এটা করেনি। সে আপনাদের বের করে দিয়েছে এ কথা বলেনি কোনো সময়। হয়তো সে অস্বস্তি থাকায় এমনটা করেছে। আমি তো ছিলাম না, আমি যেটা লিটন থেকে জানি, সে অস্বস্তিবোধ করেছে, সেটাই নিরাপত্তাকর্মীকে জানিয়েছে। নিরাপত্তাকর্মী আপনাদের কীভাবে বলেছে, সেটা আমি জানি না। আবার বলছি আমার মনে হয়, এটা ইচ্ছাকৃত না।”
সুজন আরও বলেন, ‘সব সময় যেটা চিন্তা করি, আপনারা দূর থেকে, বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক ব্যাপার একটা। আমাদের মিডিয়াকে যদি এখান থেকে সরে যেতে বলে, সেটা আমাদের জন্য ঠিক নয়।’
এর আগে ফেসবুক পোস্টে লিটন হাত জোর করা একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’