ভারত ম্যাচে অনিশ্চিত সাকিব
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ঊরুর চোটে পড়েন সাকিব আল হাসান। তার স্ক্যান রিপোর্টে কী রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচে সাকিব খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) ভারতের পুনের টিম হোটেলে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে অধিনায়ক সাকিবের সর্বশেষ তথ্য জানান তিনি।
সাকিব প্রসঙ্গে সুজন বলেন, 'সাকিব ভারত ম্যাচ খেলে বড় চোটে পড়ুক, সেটা চাই না। তবে, আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। তিনি গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছেন। সাকিব চাইছেন খেলতে। আমরা চাই না, ঝুঁকি নিতে। এটা নির্ভর করে তার শতভাগ ফিটনেসের ওপর। পাশাপাশি ও কেমন বোধ করছে, সেটাও একটা বিষয়।’
এর আগে গত শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। শুরুতে উইকেট হারায় টাইগারা। দলের হাল ধরতে ক্রিজে আছেন অধিনায়ক সাকিব। তবে, রাচিন রবীন্দ্রের বলে সিঙ্গেল নিতে গিয়ে ঊরুতে চোট পান তিনি। তাৎক্ষণিক মাঠে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন ফিজিও। পরে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সোজা গিয়েছিলেন হাসপাতালে।