নভেম্বরে চীন সফরে আসছে ইন্টার মায়ামি
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। গত আগস্টে লিগস কাপে শিরোপা জেতার পরই যেন খেই হারিয়েছে দলটি। মেজর সকার লিগে জেতা তো দূরে থাক, ড্র করতেই হিমশিম খেতে হচ্ছে মায়ামিকে। এফসি সিনসিনাটির কাছে হেরে এরই মধ্যে ছিটকে গেছে প্লে-অফের লড়াই থেকে। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষে চীন সফরে আসছে টাটা মার্টিনো শিষ্যরা।
গতকাল রোববার (১৫ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মায়ামি। যদিও তাদের এই সফর শুধুমাত্র চীনে সীমাবদ্ধ থাকবে। মৌসুম পরবর্তী এই সফরে তারা মাত্র দুটো ম্যাচ খেলবে। সফরে ৫ নভেম্বর তারা চীনের সুপার লিগের দল কুইংডাও হাইনিউ এফসির মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৮ নভেম্বর। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ চেংডু রংচেং।
এই বিষয়ে মায়ামির প্রধান বিজনেস কর্মকর্তা হাভিয়ের আসেন্সি বলেন, 'আমাদের ক্লাবের এই সফর পরিকল্পনা করতে পেরে আমরা গর্বিত। চীনের বিপুল সংখ্যক সমর্থকের সামনে আমরা আমাদের দলকে নিয়ে যাচ্ছি। নতুন সমর্থকদের সামনে দলকে পরিচয় করিয়ে দেওয়ার দারুণ এক সুযোগ এটি। আমরা এই সফরের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছি।'
এই সফরে দলের সঙ্গী মেসি থাকবেন কি না সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কারণ, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন তারকা। এর আগে, চলতি বছরের জুনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলকে নিয়ে দুটো প্রীতি ম্যাচ খেলতে চীন সফরে এসেছিলেন মেসি।