অস্ট্রেলিয়াকে সহজ লক্ষ্য দিল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙতে রীতিমতো ঘাম ঝড়েছে অস্ট্রেলিয়ার বোলারদের। প্রথম উইকেটের খোঁজে অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ২১তম ওভার পর্যন্ত। দাপুটে শুরুর পরও ব্যাটিং ব্যর্থতায় খুব বেশিদূর যেতে পারেনি লঙ্কানরা। নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
আজ সোমবার (১৬ অক্টোবর) লখনৌর অটল বিহারী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩.৩ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৯ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার কুশল পেরেরা।
ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। ১২৫ রানের ওপেনিং জুটি গড়ে তোলেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশল পেরেরা। দলীয় ১২৫ রানে প্যাট কামিন্সের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ সাজঘরে ফেরেন এই ব্যাটার। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৬৭ বলে ৬১ রান।
এরপর কুশল পেরেরাকে নিয়ে জুটি গড়েন কুশল মেন্ডিস। যদিও এই জুটি আগের মতো অতটা বড় হয়নি। দলীয় ১৫৭ রানে ফেরেন আরেক ওপেনার কুশল পেরেরা। ৮২ বলে ৭৮ রান করে বাঁহাতি এই ব্যাটার। এরপরই যেন খেই হারায় লঙ্কানরা। মাত্র ৪০ রানের ব্যবধানে হারায় আরও পাঁচ উইকেট। মাঝে অবশ্য বৃষ্টির জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তবে ওভার না কমিয়ে পুনরায় খেলা শুরু হয়। শেষদিকে লেজের সারির ব্যাটাদের কল্যাণে স্কোরবোর্ডে ২০৯ রান দাঁড় করায় শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৪৩.৩ ওভারে ২০৯ (নিশানকা ৬১, পেরেরা ৭৮, মেন্ডিস ৯, সামারাবিক্রমা ৮, আসালাঙ্কা ২৫, ধনঞ্জয়া ৭, ভেল্লালাগে ২, করুনারত্নে ২, থিকসানা ০, কুমারা ৪, মধুশঙ্কা ০; স্টার্ক ১০-০-৪৩-২, হ্যাজেলউড ৭-১-৩৬-০, কামিন্স ৭-০-৩২-২, ম্যাক্সওয়েল ৯.৩-০-৩৬-১, জাম্পা ৮-১-৪৭-৪, স্টোয়নিস ২-০-১১-০)