দর্শকসংখ্যায় ভারত-পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড
ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণের আবেদন অন্যরকম। উত্তেজনা আর রোমাঞ্চের দিক দিয়ে এই দ্বৈরথের কোনো জুড়ি নেই। শুধু দুদেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীরা এই দুই বৈরি প্রতিবেশীর ক্রিকেট মাঠের ‘যুদ্ধ’ দেখতে মুখিয়ে থাকেন। বিশ্বের কোটি কোটি ক্রিকেট অনুরাগী টেলিভিশনে উপভোগ করেন তাদের ক্রিকেটীয় লড়াই। এবার প্রতিবেশী দুদেশের বিশ্বকাপ লড়াই আগের সব ম্যাচের দর্শক সংখ্যাকেই ছাপিয়ে গেছে।
ভারত–পাকিস্তান ম্যাচের স্ট্রিমিং প্ল্যাটফর্ম দর্শক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, গত মাসে ভারত–পাকিস্তানের এশিয়া কাপের লড়াই দেখেছিলেন দুই কোটি ৮০ লাখ দর্শক, যা এশিয়া কাপ ফাইনালে ভারত–শ্রীলঙ্কা ম্যাচে ছিল দুই কোটি ১০ লাখ।
বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে গ্যালারি ফাঁকা থাকলেও ভারত-পাকিস্তানের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। ভিসা না পাওয়ায় মাঠে পাকিস্তানি সমর্থকের সংখ্যা ছিল নগণ্য। তবে, অনলাইনে ঠিকই সবার দেখার সুযোগ ছিল হাইভোল্টেজ ম্যাচটি। যেখানে দর্শকসংখ্যায় পুরোনো সব রেকর্ড ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।
ওটিটি প্ল্যাটফর্মটির দাবি, ভারত-পাকিস্তান ম্যাচটি একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দেখেছেন। এর আগে, অন্য কোনো ক্রিকেট ম্যাচে এত বেশি দর্শক হয়নি। ফলে দর্শকসংখ্যায় বিশ্বরেকর্ড গড়ার দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্মটি। এজন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ডিজনি প্লাস হটস্টার ইন্ডিয়ার প্রধান কর্মকর্তা সাজিত শিবনন্দন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে ডিজনি প্লাস হটস্টার লেখেছে, ‘ভারতের দাপুটে পারফরম্যান্স! দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, তারা আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড গড়েছে!’
ডিজনি প্লাস হটস্টার ইন্ডিয়ার প্রধান সজিত সিভানন্দন বলেন, ‘যারা ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে ডিজনি প্লাস হটস্টার চালু করেছিলেন, তাদের আমরা ধন্যবাদ জানাই। খেলার প্রতি আপনাদের ভালোবাসাই আমাদের সাড়ে তিন কোটি যুগপৎ দর্শক পাওয়াকে সম্ভব করেছে। বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতেও এমন অভিজ্ঞতার অপেক্ষায় আমরা।’