ওভার কমিয়ে শুরু নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
বিশ্বকাপে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়েছে। ভারী বৃষ্টিপাতে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয়েছে দুই ঘণ্টা দেরিতে। টস হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।
ধর্মশালায় টস জিতে বোলিং বেছে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। টসের পর আবার বৃষ্টি নামে। বৃষ্টির বাধা পেরিয়ে খেলা শুরু হয়েছে। তবে, ম্যাচে ওভার কমিয়ে আনা হয়েছে। ৫০ ওভার থেকে ম্যাচ আনা হয়েছে ৪৩ ওভারে। তিনজন বোলার ৯ ওভার করে ও দুইজন বল করতে পারবে আট ওভার করে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের ব্যাটিং লাইনআপ অন্যতম শক্তিশালী। টেম্বা বাভুমা, এডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন ও কুইন্টন ডি কককে নিয়ে দারুণ নির্ভরযোগ্য এক ব্যাটিং লাইন প্রোটিয়াদের।
অন্যদিকে, তুলনামূলক তারুণ্যনির্ভর দল নিয়ে বিশ্বকাপে এসেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম জয়ের খোঁজে আছে ডাচরা। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই হেরেছে তারা। দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান দক্ষিণ আফ্রিকার। টানা দুই হারে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস।
আজ নেদারল্যান্ডসকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ শেষে ছয়টি করে পয়েন্ট আছে ভারত ও নিউজিল্যান্ডের। রানরেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের শীর্ষে ভারত। নেদারল্যান্ডসকে হারালে ছয় পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকারও। তখন রানরেটে এগিয়ে যাবে তারা। ফলে, শীর্ষে উঠবে ভারতকে টপকে।