দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের অবিশ্বাস্য জয়
শক্তি-সামর্থ্য কিংবা বিশ্বকাপে রেকর্ড, নেদারল্যান্ডসের চেয়ে সবদিকেই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টানা দুই ম্যাচ জিতে আসরে দারুণ ছন্দেও ছিল তারা। যেখানে প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছিল নেদারল্যান্ডস। তবে, সব সমীকরণ মাঠের বাইরে রেখেই যে লড়াইয়ে নামতে হয়, তার প্রমাণ দিল ডাচরা। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল তারা।
ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। আগে ব্যাট করে ৪৩ ওভারে আট উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ডাচরা। জবাবে ৪২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ২০৭ রান।
২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৩৬ রান যোগ করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। ২০ রান করা ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাকারম্যান। দলীয় ৩৯ রানে ব্যক্তিগত ১৬ রানের মাথায় ফন ডার মারউইর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাভুমা। বিনা উইকেটে ৩৬ থেকে ৪৪ রানেই চার উইকেট নেই প্রোটিয়াদের। তখনই ম্যাচের মোমেন্টাম হারিয়ে বসে তারা।
ডেভিড মিলার ৫২ বলে ৪৩ রান করে আশা জিইয়ে রাখলেও তাকে বোল্ড করে প্রেটিয়াদের সেই আশা শেষ করে দেন ফন বিক। এরপর প্রোটিয়াদের পক্ষে কেউই দাঁড়াতে পারেননি। বরং, ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয় আফ্রিকান ব্যাটাররা। শেষের দিকে কেশব মহারাজ চেষ্টা চালিয়ে গেলেও পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০৭ রানে থামে তারা।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস : ৪৩ ওভারে ২৪৫/৮। (বিক্রম ২, ম্যাক্স ১৮, কলিন ১২, ডি লিড ২, সাইব্র্যান্ড ১৯, তেজা ২০, অ্যাডওয়ার্ডস ৭৮*, ফর বিক ১০, মারউই ২৯, আরিয়ান ২৩*; লুঙ্গি ৯-১-৫৭-২, জ্যানসেন ৮-১-২৭-২ , রাবাদা ৯-১-৫৬-২ , জেরাল্ড ৭-০-৪৫-১, কেশভ ৯-০-৩৮-১)
দক্ষিণ আফ্রিকা : ওভারে /। (বাভুমা ১৬, ডি কক ২০, ডুসেন ৪, মার্করাম ১, ক্লাসেন ২৮, মিলার ৪৩, ক্যানসেন ৯, জেরাল্ড ২২, রাবাদা ৯, মহারাজ ৪০, লঙ্গি ৭*; আরিয়ান ৫-১-১৯-০, ফন বিক ৮.৫-০৬০-৩, অ্যাকারম্যান ৩-০-১৬-১, মিকেরেন ৯-০-৪০-২, মারউই ৯-০-৩৪-২, ডি লিড ৮–০৩৬-২ )
ফলাফল : নেদারল্যান্ডস ৩৮ রানে জয়ী।