ডাচদের কাছে হার দক্ষিণ আফ্রিকাকে যন্ত্রণা দেবে : বাভুমা
উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে আনল নেদারল্যান্ডস। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ডাচদের কাছে ৩৮ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। বরং, আধিপত্য বিস্তার করে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় নেদারল্যান্ডস।
এমন হারে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন হারের বেদনার কথা। রাখঢাক না রেখেই জানালেন, এই হার তাদের জন্য যন্ত্রণাদায়ক। এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
আজ বুধবার (১৮ অক্টোবর) ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে, ম্যাচ শেষে হারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘এই হার আমাদের যন্ত্রণা দেবে। দেওয়া উচিত। যা ঘটেছে, তা ভুলে যাওয়ার অবকাশ নেই। কোনোদিক থেকেই এটি মেনে নেওয়ার মতো নয়।’
তবে, এটি নিয়ে পড়ে থাকতে নারাজ এই ওপেনিং ব্যাটার। সামনে এগিয়ে যেতে হলে নতুন করে শুরু করতে হবে। নতুন সকাল মানে নতুন যাত্রা জানিয়ে বাভুমা বলেন, ‘আমরা যখন আগামীকাল ঘুম থেকে উঠব, আবারও বিশ্বকাপে চোখ রাখতে হবে। সামনে অনেকটা পথ বাকি। এখনই সব শেষ হয়ে যায়নি। তবে, এই ম্যাচের পরাজয় মাথায় থেকে যাবে। এখান থেকেই এগিয়ে যেতে হবে।’