ভারতীয় দর্শকদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ পিসিবির
বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ভারত-পাকিস্তানের লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখতে মুখিয়ে থাকে ক্রিকেট ভক্তরা। কিন্তু, ভারতের বিপক্ষে গত ১৪ অক্টোবর আহমেদাবাদে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি পাকিস্তান। ম্যাচ হেরেছে সাত উইকেটে। একপেশে ম্যাচে হেসেখেলে জিতে নেয় ভারত।
এদিন ভারতের অন্যতম বড় শক্তি ছিল ঘরের মাঠের দর্শক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এক লাখ ৩২ হাজার দর্শকের মাঝে পাকিস্তানের সমর্থক ছিল হাতেগোনা। বাকি সব সেজেছিল ভারতের নীল জার্সিতে। ভারতের এই বিশাল সমর্থকদের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে, ম্যাচে ভারতীয় দর্শকদের উগ্র আচরণ, পাকিস্তানি সাংবাদিকদের ভিসা দিতে দেরি করা ও সমর্থকদের নির্দিষ্ট কারণ ছাড়াই ভিসা না দেওয়ার বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পিসিবি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেওয়া অভিযোগপত্রে পিসিবি জানায়, টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে উদ্দেশ্য করে বাজে শব্দ উচ্চারণ করেছে ভারতীয় সমর্থকরা। ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠেছে ভারত সমর্থকরা। হাসান আলির বেলায়ও করেছে একই কাণ্ড। এ ছাড়া, পুরো ম্যাচেই পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে জোরে জোরে নানারকম বাজে মন্তব্য করেছে তারা।
পিসিবি তাদের বিবৃতিতে আরও বলে, ’আইসিসির উচিত এই বিষয়ে কঠোর হওয়া। আইসিসির ধারা ১১, যাতে বৈষম্যমূলক আচরণ সম্পর্কে বলা আছে; পিসিবি সেটির বাস্তবায়ন চায়।