সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি মডেল, তবে আছে শর্ত
ভারতের কাছে শোচনীয় হারটা কোনোভাবে মেনে নিতে পারছেন না পাকিস্তানের ভক্তরা। গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে ভারত। পাকিস্তানের এমন হারে বয়েছে সমালোচনার ঝড়। তবে, পাকিস্তানি মডেল ও অভিনেত্রী শেহার শিনওয়ারি দিলেন ভিন্ন এক বার্তা।
ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তাহলে ক্রিকেটারদের সঙ্গে ডিনারে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শেহার নিজ দেশের হারের ক্ষতে প্রলেপ দিতে চান ভারতের হার দেখে।
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে গত ১৫ অক্টোবর শেহার লেখেন, ‘ইনশাল্লাহ আমার বাঙালি বন্ধুরা আগামী ম্যাচে আমাদের হারের প্রতিশোধ নেবে। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, আমি ঢাকায় যাব এবং বাংলার ছেলেদের সঙ্গে ডিনার করব।’
ভারতের কাছে হারের ক্ষতটা এখনও দগদগে পাকিস্তানের। সেই ম্যাচে ভারতীয় সমর্থকদের উগ্র আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেওয়া অভিযোগপত্রে পিসিবি জানায়, টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে উদ্দেশ্য করে বাজে শব্দ উচ্চারণ করেছে ভারতীয় সমর্থকরা। ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠেছে ভারত সমর্থকরা। হাসান আলির বেলায়ও করেছে একই কাণ্ড। এ ছাড়া, পুরো ম্যাচেই পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে জোরে জোরে নানারকম বাজে মন্তব্য করেছে তারা।