অঘটনের শঙ্কায় বাংলাদেশকে নিয়ে সতর্ক ভারত
প্রথম তিন ম্যাচের সবগুলোতে জিতেছে ভারত। দল আছে অনবদ্য ছন্দে। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও বাংলাদেশ পরের দুটি ম্যাচে হেরেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে। আত্মবিশ্বাসে যতটা ভরপুর ভারত, বাংলাদেশের ততটাই কম। এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারতের ম্যাচ পেয়ে আসছে ভিন্ন মাত্রা। শক্তি-সামর্থ্যে তারতম্য থাকলেও বাংলাদেশ ভারতের সঙ্গে লড়াইটা করে দাঁতে দাঁত চেপে। বরং, সম্প্রতি পাক-ভারত লড়াইয়ের চেয়েও বেশি উত্তেজনা এই ম্যাচকে ঘিরে।
আলাদা করে বাংলাদেশকে নিয়ে না ভাবলেও সমীহ করছে প্রতিপক্ষকে, সতর্ক কালকের ম্যাচ নিয়ে। এশিয়া কাপে শেষ দেখায় জয়ের হাসি যে বাংলাদেশই হেসেছিল।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেন, ‘আমরা তিনটি ম্যাচ জিতেছি। ভালো অবস্থানে আছি। বিশ্বকাপে মোট ৯টি ম্যাচ খেলতে হবে আমাদের। সব ম্যাচই সমান। সবার সমান সম্ভাবনা আছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশ হোক কিংবা নেদারল্যান্ডস, একই গুরুত্ব থাকবে। আমরা অবগত আছি। নিজেদের উন্নতি নিয়ে ভাবছি।’
আলাদা করে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের প্রশংসা করে পরেশ বলেন, ‘তাসকিনকে গত কয়েক বছর ধরে দেখছি। সে বেশ ভালো বোলিং করছে। আমাদের উপমহাদেশের কন্ডিশনে পেসারদের জন্য খুব বেশি কিছু নেই, তবুও সে উন্নতি করছে।’