সাকিবকে নিয়ে মাথাব্যথা নেই ভারতের
দীর্ঘ এক যুগ ধরে ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের শীর্ষে সাকিব আল হাসান। ক্রিকেটে বাংলাদেশের বিজ্ঞাপন তিনি। বিশ্বব্যাপী কিংবদন্তিরাও সাকিবকে তার পজিশনে সেরা মানেন অকপটে। নিজের দিনে সাকিব কতটা ভয়ানক, তা সবাই জানে। অথচ, এই সাকিবকে নিয়ে কোনো মাথাব্যথা নেই ভারতের। এমনটিই বললেন দলটির বোলিং কোচ পরশ মামব্রে।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। শক্তি-সামর্থ্যে তারতম্য থাকলেও বাংলাদেশ ভারতের সঙ্গে লড়াইটা করে দাঁতে দাঁত চেপে। বরং, সম্প্রতি পাক-ভারত লড়াইয়ের চেয়েও বেশি উত্তেজনা এই ম্যাচকে ঘিরে। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারতের ম্যাচ পেয়ে আসছে ভিন্ন মাত্রা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল দুপুর আড়াইটায়।
ম্যাচের আগে আজ বুধবার (১৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের বোলিং কোচ। সেখানে সাকিবকে নিয়ে প্রশ্ন ওঠে। সাকিবের স্পিন ভারতকে কতটা ভোগাতে পারে, উঠে আসে সেই প্রশ্ন। তার জবাবেই পরশ বলেন, সাকিবকে নিয়ে তারা ভাবছেন না।
ভারতের বোলিং কোচের মতে, ‘সাকিব ভালো খেলোয়াড়। সে একজন চ্যাম্পিয়ন। বাংলাদেশের জন্য অনেক করেছে সে। ব্যাট হাতে, বোলিংয়ে সবখানেই সে দুর্দান্ত। কিন্তু, তাতে আমাদের কিছু যায় আসে না। এটি নিয়ে কোনো আলোচনায় যেতে চাই না। আমরা শুধু ভাবছি কীভাবে নিজেদের খেলায় ফোকাস করব।’