আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের চারে চার
চলতি বিশ্বকাপটা দুর্দান্ত কাটছে নিউজিল্যান্ডের। ব্যাটে-বলে আসরের শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে কিউইরা। এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়া আফগানিস্তানকে রীতিমত উড়িয়ে দিল নিউজিল্যান্ড। এটি চলতি বিশ্বকাপে কিউইদের টানা চতুর্থ জয়।
আজ বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৩৯ রানে গুটিয়ে যায় আফগানরা। ১৪৯ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা।
২৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও কিউই বোলারদের তোপে বড় কোনো জুটি গড়তে পারেনি আফগানিস্তান। দলীয় ২৭ রানে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে হারায় আফগানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষমেশ ১৩৯ রানের বেশি করতে পারেনি জোনাথন ট্রট শিষ্যরা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৩০ রানের মাথায় মুজিবের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন ডেভন কনওয়ে। ১৮ বলে ২০ রান আসে বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে দারুণ এক জুটি গড়েন উইল ইয়ং। এই দুইজনের ৭৯ রানের জুটিতে ভালো সংগ্রহের ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড। দলীয় ১০৯ রানে রাচিনের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। ৪১ বলে ৩২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর দ্রুতই তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার বিদায় নেন আরেক ব্যাটার ইয়ং। ৬৪ বলে ৫৪ রান আসে তার ব্যাট থেকে। তৃতীয় উইকেটের ধাক্কা সামাল দেওয়ার আগে চতুর্থ উইকেট হারায় কিউইরা। এবার সাজঘরে ফেরেন ড্যারিয়েল মিচেল। ৭ বলে ১ রান করেন ডানহাতি এই ব্যাটার।
এরপর দুই অভিজ্ঞ ব্যাটার গ্লেন ফিলিপস ও টম লাথাম মিলে ফের বড় জুটি গড়েন। এই দুইজনের ১৪৪ রানের জুটি ভাঙে দলীয় ২৫৪ রানে ফিলিপসের বিদায়ে। ৮০ বলে ৭১ করেন এই ব্যাটার। এর কিছুক্ষণ পরেই বিদায় নেন আরেক ব্যাটার টম লাথাম। ৭৪ বলে ৬৮ রান আসে তার ব্যাট থেকে। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ২৮৮ রানে থামে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৮৮/৬ (কনওয়ে ২০, ইয়ং ৫৪, রবীন্দ্র ৩২, মিচেল ১, লাথাম ৬৮, ফিলিপস ৭১, চাপম্যান ২৫, স্যান্টনার ৭; মুজিব ১০-০-৫৭-১, ফারুকী ৭-১-৩৯-১, নবীন ৮-০-৪৮-২, নবী ৮-১-৪১-০, রশিদ ১০-০-৪৩-১, ওমরজাই ৭-০-৫৬-২)
আফগানিস্তান : ৩৪.৪ ওভারে ১৩৯ (গুরবাজ ১১, জাদরান ১৪, রহমত ৩৬, শাহিদী ৮, ওমরজাই ২৭, ইকরাম ১৯, নবী ৭, রশিদ ৮, মুজিব ৪, নবীন ০, ফারুকী ০; বোল্ট ৭-১-১৮-২, হেনরি ৫-২-১৬-১, স্যান্টনার ৭.৪-০-৩৯-৩, ফার্গুসন ৭-১-১৯-৩, ফিলিপস ৩-০-১৩-০, রবীন্দ্র ৫-০-৩৪-১)
ফলাফল : নিউজিল্যান্ড ১৪৯ রানে জয়ী।