বিশ্বকাপে বাংলাদেশকে তলানিতে দেখছেন দিনেশ কার্তিক
বিশ্বকাপে তিন ম্যাচ শেষে বাংলাদেশের প্রাপ্তি কেবল একটি জয়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও পরের দুটি ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। তিন ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। ঘুরে দাঁড়ানোর মিশনে চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আসরে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের প্রয়োজন একটি জয়। একটি জয় দলের মোমেন্টাম বদলে দিতে পারে। আজকের ম্যাচসহ বাংলাদেশের হাতে আছে আরও ছয়টি ম্যাচ। ১০ দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমি ফাইনাল। যেখানে সাকিব আল হাসানদের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং, প্রায় সবারই আছে কম-বেশি সুযোগ।
তবে, সাবেক ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক বলছেন ভিন্ন কথা। বাংলাদেশকে নিয়ে কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। গতকাল বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে ক্রিকবাজের একটি শোতে কার্তিক বলেন, গ্রুপপর্ব শেষে বাংলাদেশ থাকবে সপ্তম স্থানে।
কোন চার দল গ্রুপপর্ব থেকে বাদ পড়তে পারে এমন প্রশ্নে কার্তিক জানান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেদারল্যান্ডস বাদ পড়বে। বাদ পড়াদের মধ্যে তালিকা করে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বাংলাদেশকে রেখেছেন সাত নম্বরে। নেদারল্যান্ডসকে আটে, আফগানদের নয় নম্বরে এবং শ্রীলঙ্কাকে রেখেছেন সবার শেষে।