বিশ্বকাপে অভিষেক হাফসেঞ্চুরি তামিমের
চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি ওপেনার তানজিদ হাসান তামিমের। প্রথম তিন ম্যাচ ব্যাট হাতে অনেকটা নিষ্প্রভ ছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবে ভারতের বিপক্ষে নিজেকে খুঁজে পেয়েছেন তামিম। তুলে নিয়েছেন ৪১ বলে দারুণ এক হাফসেঞ্চুরি।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে আরেক ওপেনার লিটস দাসকে নিয়ে দারুণ শুরু করেন তামিম। ভারতীয় পেসারদের পাত্তা না দিয়েই পুরো পাওয়ার প্লে নিজেদের করে নেয় তামিম-লিটন।
যে ওপেনিং নিয়ে এত আলোচনা-সমালোচনা, তা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা কেটেছে। কারণ তামিমের পাশাপাশি লিটন দাসও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। লিটনের সঙ্গে ৯৩ রানের ওপেনিং জুটি গড়ে কুলদীপের বলে সুইপ করতে গিয়ে আউট হন তামিম। এর আগে খেলেন ৪৩ বলে ৫১ রানের ইনিংস।