শ্রীলঙ্কাকে ২৬২ রানের চ্যালেঞ্জ জানাল নেদারল্যান্ডস
শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। এবার পয়েন্ট টেবিলের তলানীতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে মাঠে নেমেছে ডাচরা। ব্যাটিংয়ের শুরুতে কিছুটা হোঁচট খেলেও লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে নেদাল্যান্ডস।
আজ শনিবার (২১ অক্টোবর) লখনৌতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬২ রান তোলে নেদারল্যান্ডস। দলটির হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন সাইব্র্যান্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ব্যাটিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে তেমনটা করতে পারেনি ডাচরা। ইনিংসের শুরুতেই হারায় ওপেনার বিক্রমজিৎ এর উইকেট। দলীয় সাত রানের মাথায় রাজিথার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের হওয়ার আগে করেন ১৩ বলে চার রান।
শুরুর চাপ সামলে ম্যাক্স ও দউদকে নিয়ে দারুণ ব্যাটিং করেন কলিন অ্যাকারম্যান। তবে সেই জুটিও খুব বেশি বড় হয়নি। দলীয় ৪৮ রানে দউদ ফিরলে দ্বিতীয় উইকেট হারায় নেদারল্যান্ডস। ২৭ বলে ১৬ রান করেন এই ব্যাটার। এরপর ৪০ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় ডাচরা।
তবে এরপরই বদলে যায় দৃশ্যপট। সাইব্র্যান্ডকে নিয়ে দারুণ এক জুটি গড়েন লোগান। এই দুইজনের ১৩০ রানের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত পায় নেদারল্যান্ডস। দলীয় ২২১ রানে সাইব্র্যান্ডের বিদায়ে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ৮২ বলে ৭০ রানের এক কার্যকরী ইনিংস খেলেন তিনি। শেষমেশ আর কোনো ব্যাটার তেমন দৃঢ়তা দেখাতে না পারায় ২৬২ রানে থামে নেদারল্যান্ডস।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস : ৪৯.৪ ওভারে ২৬২/১০ (বিক্রমজিৎ ৪, ম্যাক্স ১৬, অ্যাকারম্যান ২৯, লিড ৬, তেজা ৯, স্কট ১৬, সাইব্র্যান্ড ৭০, লোগান ৫৯, মারউই ৭, আরিয়ান ৯, মিকিরেন ৪; মধুশঙ্কা ৯.৪-১-৪৯-৪, রাজিথা ৯-০-৫০-৪, করুনারত্নে ৯-১-৫৮-০, থিকসানা ১০-০-৪৪-১, দুশান ৮-০-৪২-০, সিলভা ৪-০-১৩-০)