মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন জামালরা
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। দেশের হয়ে অনবদ্য অর্জনে বোনাস পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ৬০ লাখ টাকা বোনাস দিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর আগে সাফের সেমিফাইনালে খেলার জন্য ৫০ লাখ টাকা বোনাস পেয়েছিল লাল-সবুজের দল।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারলে বড় অঙ্কের বোনাস পাবে জাতীয় ফুটবল দল। গতকাল শনিবার (২১ অক্টোবর) বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় ৬০ লাখ টাকা বোনাস প্রদানের বিষয় অনুমোদিত হয়েছে।
তিন মাসের মধ্যে সব মিলিয়ে জামাল ভূঁইয়ারা এক কোটি ১০ লাখ টাকা বোনাস পাচ্ছেন। নির্বাহী কমিটির সভা শেষে সালাউদ্দিন বলেছেন, ‘আমি বলেছিলাম বোনাস দেব। সে অনুযায়ী দলকে ৬০ লাখ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।’
৬০ লাখ টাকা পুরো দলকে ভাগ করে দেওয়া হলে গড়ে ২ লাখ টাকার মতো করে পাবেন প্রতি ফুটবলার। টাকার অঙ্ক খুব বেশি বড় না হলেও এই টাকা ফুটবলারদের ভালো খেলায় উৎসাহ দেবে বলে মনে করেন সালাউদ্দিন, ‘যদি আপনি ফুটবলারদের বোনাস না দেন তাহলে তো এদের জাতীয় দলে খেলার কোনো কারণ নেই। আমি কিছুই করছি না। আমরা শুধু ধারাবাহিকতা অনুসরণ করেছি।’ এর আগে জুলাইয়ে সাফে সেমিফাইনাল খেলায় ফুটবলারদের বাফুফের তহবিল থেকে ৫০ লাখ টাকা বোনাস দিয়েছিলেন সালাউদ্দিন।
এ সময় বোনাস চলমান রাখার প্রত্যয় ছিল সভাপতির কণ্ঠে, ‘ফিলিস্তিন, লেবাননের বিপক্ষে ভালো করলে অবশ্যই আরও বেশি বোনাস হবে।’ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ ছয়টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ মেলবোর্নে ১৬ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চার দিনের ব্যবধানে ঢাকায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১শে নভেম্বর লেবাননের বিপক্ষে।