চুমুকাণ্ডে তিন বছরের নিষেধাজ্ঞা পেলেন লুইস রুবিয়ালস
একটি চুমু কাল হয়ে দাঁড়াল লুইস রুবিয়ালসের জন্য। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রুবিয়ালস পার পেলেন না কোনোভাবেই। গত আগস্টের শেষ সপ্তাহে তাকে তিন মাসের জন্য সাময়িক বহিষ্কার করেছিল ফিফা। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সব ধরনের ফুটবল থেকে তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার ধারা-১৩ লঙ্ঘন করায় রুবিয়ালসকে এ সাজা দেওয়া হয়েছে। আগামী তিন বছর ঘরোয়া ও আন্তর্জাতিক, কোনো ধরনের ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবে না তিনি।
গত ২০ আগস্ট ফিফা নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন। আনন্দে আত্মহারা হয় সবাই। এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরস্কার প্রদান মঞ্চেও। সেখানে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস যেন ছাড়িয়ে যান সবকিছুকে। চ্যাম্পিয়নের মেডেল নিতে মঞ্চে আসা স্প্যানিশ নারী ফুটবলার জেনিফার হারমোসোকে জাপটে ধরে চুমু খান তিনি।
সেই ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে রুবিয়ালসকে। স্পেনের ক্রীড়ামন্ত্রী তাকে ক্ষমা চাইতে বলেন। তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের ২৩ সদস্যসহ ৮১ ফুটবলার। চাপের মুখে এক ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চাইলেও পদত্যাগ করতে রাজি ছিলেন না রুবিয়ালস। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় একপর্যায়ে তাকে সাময়িক বহিষ্কার করে ফিফা। এবার তাকে পেতে হলো চূড়ান্ত সাজা।