টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করল নেপাল ও ওমান
আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করল নেপাল ও ওমান। আজ শুক্রবার (৩ অক্টোবর) এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রথম সেমি ফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারায় ওমান। দ্বিতীয় সেমিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আট উইকেটে জয় পায় নেপাল। এই জয়ে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি মূলপর্বও নিশ্চিত করে আইসিসির সহযোগি সদস্য দেশ দুটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে ২০টি দল নিয়ে। আসরে সরাসরি অংশ নেবে ১২টি দল। বাকি আট দলকে আসতে হবে বাছাইপর্বের বাধা পার করে। বাছাইপর্ব থেকে নেপাল ও ওমানের আগে মূলপর্ব নিশ্চিত করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও কানাডা। সবমিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ১৮টি দল। আমেরিকা ও আফ্রিকা মহাদেশ থেকে আসবে আরও দুটি দল।
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০২৪ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ক্রিকেটের বড় কোনো আসর আয়োজিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটির তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ পর্ব অনুষ্ঠিত হবে সাতটি ভেন্যুতে। মোট ১০টি ভেন্যুতে মাঠে গড়াবে আসরের ম্যাচগুলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ২০২৪ সালের ৪ জুন শুরু হয়ে শেষ হবে ৩০ জুন। আসরে প্রথমবারের মতো অংশ নেবে ২০ দল। সর্বশেষ আসরে খেলেছিল ১২টি দল। ক্রিকেটের কলেবর বাড়াতেই দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।