রান মেশিন কোহলির জন্মদিন আজ
ভারতীয় ক্রিকেটে যুগে যুগে তারকা তৈরি হয়েছে। যারা সমৃদ্ধ করে গেছেন ভারতীয় ক্রিকেটকে। কপিল দেব, রবি শাস্ত্রী, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মাহেন্দ্র সিং ধোনিদের মতো নক্ষত্রদের এখনো মন্ত্রমুগ্ধের মতো স্মরণ করে বিশ্ব ক্রিকেট। অগ্রজদের শূন্যতা পূরণে এগিয়ে আসে অনুজরা। ভারতীয় ক্রিকেটে তেমনই একজন বিরাট কোহলি।
দেড় দশকের বেশি সময় ধরে ২২ গজে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন কোহলি। কোটি কোটি কোহলি ভক্তের কাছে আজকের দিনটা বিশেষ। কারণ আজ কিং কোহলির জন্মদিন। ৩৪ পেরিয়ে ৩৫ এ পা দিলেন এই তারকা ব্যাটার।
১৯৮৮ সালের ৫ই নভেম্বর দিল্লিতে প্রেম কোহলি ও সরোজ কোহলির ঘরে জন্ম হয় বিরাট কোহলির। তার জন্ম পাঞ্জাবি পরিবারে । তার ক্রিকেটার হয়ে উঠার পিছনে তার বাবার ভূমিকা অনেক। মাত্র ৩ বছর বয়সে তার হাতে ব্যাট তুলে দেন বাবা প্রেম কোহলি। তাই বাবার মৃত্যুর পর ক্রিকেটার হওয়ার আপ্রাণ চেষ্টা করে যায় বিরাট। সেই চেষ্টা থেকে ২০০৬ সালের জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে খেলার সুযোগ পান কোহলি। এরপরে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। সেই বছরই মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে শিরোপা জেতান তিনি। এরপর কোহলিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বর্তমানে ওডিআইতে কোহলির সেঞ্চুরির সংখ্যা ৪৮টি। আর একটি সেঞ্চুরি করলেই শচীন টেন্ডুলকারকে স্পর্শ করবেন তিনি। টেন্ডুলকারের মোট সেঞ্চুরির সংখ্যা ১০০। ওডিআইতে তিনি ৪৯ সেঞ্চুরির মালিক। জন্মদিনে শচীনের নজির স্পর্শ করার সুযোগ রয়েছে কোহলির। কারন কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে ভারত। কোহলির সামনে সুযোগ শচীনকে স্পর্শ করে নিজের জন্মদিনটা রাঙানোর।